BBC Bangla

মূলপাতা > খবর

মুসলিম রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্ত করুন:ওবামা

Facebook Twitter Google+
19 নভেম্বর 2012 16:54

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পশ্চিম বার্মায় মুসলমান ও বৌদ্ধদের মধ্যে জাতিগত সহিংসতার পেছনে কোনও অজুহাত দেওয়া যায় না।

রাখাইন রাজ্যে জাতিগত এই দাঙ্গার বিপদের ব্যাপারে তিনি দেশটিকে সতর্ক করে দিয়েছেন।

মুসলিম রোহিঙ্গাদেরকে বার্মায় রাষ্ট্রীয়ভাবে মূল সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্যেও মি. ওবামা জোরালোভাবে অনুরোধ করেন।

বার্মা সফরে গিয়ে প্রেসিডেন্ট ওবামা রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে এই আহবান জানান।

উল্লেখ্য যে, রোহিঙ্গাদেরকে বার্মার নাগরিক হিসেবে স্বীকার করা হয় না।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট এই প্রথম বার্মা সফরে গেলেন।

তিনি দেশটির অব্যাহত সংস্কার কর্মসূচির জন্যে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বলেছেন, জাতীয় সমঝোতা ছাড়া কোনও সংস্কার কর্মসূচি সফল হতে পারে না।

এর আগে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট থেন সেইন ও বিরোধী নেত্রী অং সান সূ চি’র সাথে সাক্ষাৎ করেছেন।

প্রেসিডেন্ট ওবামার এই সফরের সময় বার্মা সরকার ৫০ জনের মতো রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে।

সামরিক বাহিনী সমর্থিত সরকার গত বছর সংস্কার কর্মসূচি গ্রহণের পর থেকে কয়েক দফায় বেশকিছু রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে।

আন্দোলনকারীরা বলছেন যে এখনও প্রায় দুশোর মতো রাজনৈতিক বন্দীকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

প্রেসিডেন্ট ওবামার এই সফর খুবই সংক্ষিপ্ত, মাত্র ৬ ঘণ্টার জন্যে।

বুকমার্ক করুন

Email Facebook Google+ Twitter
রিফ্রেশ