BBC navigation

মাঠে ময়দানে: ক্ষুব্ধ প্রতিবন্ধী অ্যাথলিটরা।

সর্বশেষ আপডেট রবিবার, 26 অগাষ্ট, 2012 10:21 GMT 16:21 বাংলাদেশ সময়

মেডিয়া প্লেয়ার

মাঠে ময়দানে: ক্ষুব্ধ প্রতিবন্ধী অ্যাথলিটরা।

শুনুনmp3

আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

বিকল্প মিডিয়া প্লেয়ারে বাজান

kevin

হুমকিতে পিটারসনের কেরিয়ার

এ মাসের ২৯ তারিখে লন্ডনে যে প্যারালিম্পিক শুরু হচ্ছে, তাতে বাংলাদেশ অংশ নিতে পারছে না – এটা এখন নিশ্চিত হয়ে গেছে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি থেকে জানানো হয়েছে, জাতীয় কমিটি নিয়ে বিরোধ মেটাতে দেরি করায় লন্ডন প্যারালিম্পিকের আগে বাংলাদেশ নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের হাতে নেই।

বাংলাদেশের জনা চারেক প্রতিবন্ধী অ্যাথলিট লন্ডন প্যারালিম্পিকের জন্য বেশ কিছুদিন ধরে অনুশীলন করছিলেন।

তাঁদের মধ্যে দুইজন -- সাঁতারু শাহিনুর ইসলাম এবং সাইক্লিস্ট মুকুল চৌধুরি। দুজনেই ২০১০ সালে চীনের গুয়াংজুতে এশিয়ান প্যারালিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন, এবং চোখে পড়ার মত ফলাফল করেছিলেন।

বিবিসি বাংলার সাথে কথা বলার সময় লন্ডন প্যারালিম্পিকে যেতে না পারার জন্য চরম হতাশা ব্যক্ত করেছেন তাঁরা।

১৭৫টির মত দেশ লন্ডন প্যারালিম্পিকে অংশ নেবে। বাংলাদেশ থাকছে না।

এসএমএস বিপাকে পিটারসন

মোবাইল ফোনে পাঠানো এসএমএস নিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটসম্যান কেভিন পিটারসনের কেরিয়ার নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সাথে সবে শেষ হওয়া টেস্ট সিরিজ চলাকালে প্রতিপক্ষ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কজন ক্রিকেটারকে পাঠানো এসএমএসে পিটারসন নিজের অধিনায়কে কটাক্ষ করেন।

এসএমএস গুলো ফাঁস হয়ে যাওয়ায় চরম নাখোশ হয়েছেন অধিনায়ক স্ট্রাউস এবং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সহ পুরো ইংল্যান্ড শিবির।

দক্ষিণ আফ্রিকার সাথে একদিনের সিরিজে ইংল্যান্ড দল বাদ পড়েছেন তিনি। বাদ পড়েছেন আগামী মাসে টি ২০ বিশ্বকাপ দল থেকেই।

অনেক ক্রিকেট পণ্ডিত ইতিমধ্যেই বলতে শুরু করেছেন ইংল্যান্ডের হয়ে পিটারসনের মাঠে নামা আর হয়ত সম্ভব হবে না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পিটারসনকে কি বিদায় নিতে হচ্ছে? বিবিসির বাংলাকে বলেছেন প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকার আশীষ রায়

মাঠে ময়দানে পরিবেশন করেছেন শাকিল আনোয়ার

Multimedia

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻