wc nightowls of dhaka
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

ঢাকায় রাত-জাগা ফুটবল প্রেমীরা

ছবির কপিরাইট AP
Image caption ঢাকায় রাতে ম্যাচ দেখার জন্য প্রস্তুতি

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে।

সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশে খেলাগুলো দেখা যাচ্ছে মধ্যরাত ও ভোররাতে।

কিন্তু ফুটবল প্রেমীদের দমাতে পারে নি রাতে খেলা দেখার বিষয়টি।

গতমাসে শুরু হওয়া এই আয়োজন-ফুটবল ভক্তরা দেখছেন রাত জেগে।

রাতজেগে খেলা দেখার ফলে তাদের দৈনন্দিন জীবনে তার কতটা প্রভাব পড়ছে?

খেলা দেখার জন্য কি এসব ফুটবল প্রেমীরা নিচ্ছেন বাড়তি প্রস্তুতি?

ঢাকা থেকে ফারহানা পারভীনের প্রতিবেদন।