generic logo
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

ইরাকে বাংলাদেশীদের হেনস্তা

ইরাকে শিয়া ও সু্ন্নি সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের জেরে হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ইরাকে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের একটি দল।

এদের মধ্যে পাবনার শরিফুল ইসলাম যিনি আজই সকালে ঢাকায় নেমেছেন তিনি বলছেন, বাগদাদের কাছে তাদের কর্মস্থল মূলত শিয়া প্রভাবিত হওয়ায় তারা নানাধরনের হয়রানির শিকার হয়েছেন।

নিরাপত্তার আতঙ্ক থেকেই কাজে ইস্তফা দিয়ে ফিরে এসেছেন শরিফুল ইসলাম যিনি পেশায় একজন এঞ্জিনিয়ার। ইরাকবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়ে তিনি কথা বলেন বিবিসি বাংলার মানসী বড়ুয়ার সাথে।