generic logo
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

এখনো চলছে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ

বিভিন্ন দেশে বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ আর মেয়েদের খৎনা প্রতিরোধের লক্ষ্য নিয়ে মঙ্গলবার লন্ডনে শুরু হয়েছে গার্ল সামিট। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দদরে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

বাংলাদেশে বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহ দুটির প্রবণতাই রয়েছে ব্যাপক হারে। তবে সিলেট অঞ্চলে শুধুমাত্র স্থানীয়ভাবেই নয়, বিদেশ থেকে -- বিশেষ করে যুক্তরাজ্য থেকে -- অল্পবয়স্ক ছেলে-মেয়েদের বাংলাদেশে এনে জোরপূর্বক বিয়ে দেয়ার অনেক ঘটনা দেখা যায়। তবে সংশ্লিষ্ট লোকজন বলছেন, বর্তমানে এই হার অনেকটাই কমে গেছে।

সিলেট থেকে ঘুরে এসে সংবাদদাতা মীর সাব্বিরের প্রতিবেদন।