generic logo
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

বাংলাদেশে 'ড্রেস কোড' কেন দরকার?

ভারতের তামিলনাডুতে ঐতিহ্যবাহী পোশাক ভেশ্‌তি, অর্থাৎ লুঙ্গির মতো জড়িয়ে নেওয়া ধুতি পরেই এখন থেকে যে-কেউ কোনও প্রাইভেট ক্লাব বা সোসাইটিতে স্বচ্ছন্দে যেতে পারবেন।

এই ভেশ্‌তি পরার জন্য কোনও প্রতিষ্ঠান যদি কাউকে ঢুকতে বাধা দেয়, তাহলে তাদের জেল ও জরিমানা হবে বলে রাজ্য বিধানসভায় বুধবার একটি বিল পাশ হয়েছে।

সম্প্রতি হাইকোর্টের ভেশ্‌তি-পরিহিত একজন বিচারপতিকে চেন্নাইয়ের একটি ক্লাবে ঢুকতে না দেওয়ার পর ভেশ্‌তির সমর্থনে রাজ্যের সব দলই সোচ্চার হয়েছে।

ভারতের মত বাংলাদেশেও প্রাইভেট ক্লাবগুলোতে পোশাকের ব্যাপারে তাদের নিজস্ব নিয়মবিধি রয়েছে। এবং তা বাস্তবায়নে কড়া নজরদারিও থাকে।

এ ধরনের নিয়মের জাঁতাকলে পড়ার অভিজ্ঞতা হয়েছিল ঢাকার লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের।

মানসী বড়ুয়া তাকে জিজ্ঞেস করেছিলেন তামিলনাড়ুর এই নতুন আইনকে তিনি কীভাবে দেখছেন?