generic logo
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

নেপাল ও ভুটানে সরাসরি পণ্য পাঠাতে চায় বাংলাদেশী ব্যবসায়ীরা

  • ২৪ অগাস্ট ২০১৪

ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভূটানের সাথে যোগাযোগের সুবিধা চেয়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। একইসাথে ভারতীয় বাজারকে বাংলাদেশী পণ্যের জন্যে প্রতিযোগিতামূলক করতে এখনও যেসব বাঁধা আছে, সেগুলো দূর করার জন্যেও অনুরোধ করা হয়েছে।

ঢাকায় রোববার বাংলাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এক আলোচনায় এই আহবান জানানো হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র ‌এবং উত্তর-পূর্ব ভারত বিষয়ক প্রতিমন্ত্রী ভি. কে. সিং।

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্যে এই বৈঠকে কী সুপারিশ করা হলো? বিবিসি বাংলার মিজানুর রহমান খান জিজ্ঞেস করেছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক শাফকাত হায়দারকে।