BBC navigation

কক্সবাজারে হাতির আক্রমণে দুজন নিহত

সর্বশেষ আপডেট বুধবার, 15 অগাষ্ট, 2012 17:20 GMT 23:20 বাংলাদেশ সময়

খাদ্যের সন্ধানে বন্য হাতি লোকালয়ে চলে আসছে

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের পুলিশ বলছে বুনো হাতির আক্রমণে সেখানে দু'ব্যক্তির মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েক জন।

পুলিশ জানায়, হাতির পাল সেখানে বেশ কিছু বাড়িঘরও ধ্বংস করেছে। পরে বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে হাতির পালটিকে বনে ফেরত পাঠায়।

বুধবার সকালে রামু উপজেলার এক প্রত্যন্ত গ্রামে হাতির পাল এই হামলা চালায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলাম জানান, হাতির পালের এরকম হিংস্র আচরণ তিনি কখনো দেখেন নি।

“ভোরবেলা মানুষ যখন ফজরের নামাজ পড়তে বের হয়, তখন দুটি হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। অজু করতে বসা একজন মানুষকে প্রথম আক্রমণ করে এই হাতি দুটি। এরপর যখন লোকজন যখন হাতি দুটিকে তাড়া করে তখন তারা পথে আরেকজন মহিলাকে পায়ের নীচে পিষ্ট করে।”

নজিবুল ইসলাম জানান, পরে তারা রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দেয়ার পর হাতি দুটি জঙ্গলে ফিরে যায়।

বাংলাদেশের বিভিন্ন পাহাড়ী এলাকায় মাঝে মধ্যেই হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে।

বন্যা প্রাণি বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম বলেন, হাতির আবাসভূমি যেভাবে কমছে, তার ফলে বাধ্য হয়েই তারা লোকালয়ে চলে আসছে।

আমাদের দেশে যেসব হাতির বিচরণ আমরা দেখি, তার প্রায় তিরিশ ভাগ আসে প্রতিবেশী দেশ থেকে। খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, আশ্রয়ের অভাবে হাতি এখন এক কঠিন সংকটের মধ্যে আছে। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার সব দেশেই হাতির সঙ্গে মানুষ মুখোমুখি অবস্থানে।”

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻