BBC navigation

ইরাক জুড়ে কয়েকটি আক্রমণে ৪৪ জন নিহত

সর্বশেষ আপডেট রবিবার, 9 সেপ্টেম্বর, 2012 11:22 GMT 17:22 বাংলাদেশ সময়
iraq blasts

ইরাকের বিভিন্নস্থানে আজ বেশ কয়েকটি গুলিবর্ষণ এবং বোমা হামলার ঘটনায় অন্তত ৪৪ জন নিহত এবং আরো বহুলোক আহত হয়েছেন।


একটি আক্রমণ ঘটে রাজধানী বাগদাদের উত্তরে দুজাইল শহরে। এখানে আজ ভোরবেলা একটি সামরিক ঘাঁটিতে এক অতর্কিত হামলায় অন্তত ১০ জন সৈন্য নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


এছাড়া উত্তরের কিরকুক শহরে রাষ্ট্রীয় মালিকানাধীন নর্দার্ন তেল কোম্পানির দফতরের সামনে এক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে।
এতে সাত জন লোক নিহত এবং ১৭ জন আহত হয়।


অন্যদিকে দক্ষিনাঞ্চলীয় নাসিরিয়া শহরে ফরাসী কনসুলেট ভবনের বাইরে এক বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।


এসব আক্রমণ কারা চালিয়েছে তা জানা যায় নি।

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻