BBC navigation

দক্ষিণ আফ্রিকার ১২ হাজার খনি শ্রমিক বরখাস্ত

সর্বশেষ আপডেট শনিবার, 6 অক্টোবর, 2012 02:33 GMT 08:33 বাংলাদেশ সময়

বিশ্বের সবচেয়ে বড় প্লাটিনাম উৎপাদন কারী কোম্পানি এংলো আমেরিকা প্লাটিনাম, দক্ষিণ আফ্রিকার ১২ হাজার খনি শ্রমিককে বরখাস্ত করেছে।

এই খনি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবীতে গত তিন সপ্তাহ ধরে অনানুষ্ঠানিক ধর্মঘট পালন করছিল।

miners

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা

কোম্পানিটি বলছে শৃঙ্খলা রক্ষার শুনানিতে হাজির হতে ব্যর্থ হওয়াই তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত আগস্ট মাসে ধর্মঘটরত প্লাটিনাম খনি শ্রমিকদের ওপর পুলিস গুলি করলে ৩৪ জন শ্রমিক এবং কর্মকর্তা নিহত হন।

এংলো আমেরিকান কোম্পানির পক্ষ থেকে লিখিত এক বিবৃত্তিতে ব্যাখ্যা করা হয়েছে কেন এই ১২ হাজার শ্রমিককে বরখাস্ত করেছে তারা।

সেখানে মূলত যেটি উল্লেখ করা হয়েছে শৃঙ্খলা রক্ষার শুনানিতে হাজির হতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বলা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে বার বার এর কর্মীদের কাজে ফিরে আসার তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের উপস্থিতির হার শতকরা ২০ শতাংশেরও নিচে ছিল।

বিবৃত্তি বলা হচ্ছে ধর্মঘটী শ্রমিকদের শৃঙ্খলা শুনানি সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে কি সিদ্ধান্ত এসেছে তা ক্ষতিগ্রস্ত কর্মীদের আজ জানানো হবে।

সেটা হল ১২ হাজার কর্মী শুনানিতে অংশ নেয়নি।

আর তাই তাদের অনুপস্থিতেই তাদেরকে বরখাস্ত করা হল।

দক্ষিণ আফ্রিকার খনি শিল্প আকস্মিক এক ধর্মঘটের মধ্যে রয়েছে।

এর আগে গত আগস্ট মাসে ধর্মঘট রত প্লাটিনাম খনি শ্রমিকদের ওপর পুলিস গুলি করলে ৩৪ জন শ্রমিক এবং কর্মকর্তা নিহত হন।

এবারের এই বরখাস্তের সিদ্ধান্তের পর খনি শিল্পে কতটা প্রভাব পরবে সে সম্পর্কে মাইন-ওয়েব ওয়েবসাইটের ধারাভাষ্যকার ক্রিষ্টি ফিলেন বিবিসিকে বলেন তুমি কল্পনা করতে পারবে না এর প্রভাব কত তাৎপর্যপূর্ণ।

এংলো আমেরিকা নিশ্চিত করেছে তাদের লস্ট প্রডাকশনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ডলার।

এই হিসেবটা করা হয়েছে বর্তমানে যেসব খনিতে ধর্মঘট চলছে সেগুলো বাদ দিয়ে।

দক্ষিণ আফ্রিকার অবস্থিত বিশ্বের ৪র্থ বৃহতম সোনার খনি গোল্ড ফিল্ডেও ধর্মঘট চলছে।

পর্যবেক্ষকরা বলছেন প্রায় ৭৫ হাজার খনি শ্রমিকরা দেশটির সোনা এবং প্লাটিনাম খনিগুলোতে ধর্মঘট করছে , যেগুলোর বেশির ভাগই বেআইনি ।

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻