BBC navigation

চীনে কমিউনিস্ট পার্টির নতুন নেতা শি জিনপিং

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 15 নভেম্বর, 2012 05:14 GMT 11:14 বাংলাদেশ সময়

শি জিনপিং। তিনি প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

চীনে আগামি দশকের জন্য কমিউনিস্ট পার্টির নতুন নেতা হয়েছেন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং ।

বেজিংএ পার্টির কংগ্রেসে শি জিনপিংসহ আগামি দশকের জন্য চীনের নেতৃত্ব বেছে নেয়া হয়।

মিস্টার শি বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পলিটব্যুরোর নতুন স্ট্যান্ডিং কমিটিকে নিয়ে মিস্টার শি বেজিংয়ের গ্রেট হল অব দা পিপলের মঞ্চে এসে তার নেতৃত্ব নেবার কথা জানান দেন।

সেখানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিস্টার শি।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, চীনে অবশ্যই চলমান সংস্কার কর্মসূচী অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, দেশটিতে কমিউনিস্ট পার্টি এখন নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। যার মধ্যে রয়েছে দুর্নীতি, এবং পার্টির আরো জন-বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো অভিযোগ।

মিস্টার শি-র সাথে আরো যে ৫ জন নেতা মঞ্চে ওঠেন, তাদের মধ্যে রয়েছেন লি কেকিয়াং।

তিনি প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন।

হু জিনতাওয়ের শাসনামলের দশকে চীনের অর্থনীতিতে অসাধারণ প্রবৃদ্ধি অর্জিত হয়।

এখন চীনের নেতৃত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে যাচ্ছেন মি. হু।

একই ধরনের খবর

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻