BBC navigation

যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে বৈঠক

সর্বশেষ আপডেট রবিবার, 18 নভেম্বর, 2012 17:03 GMT 23:03 বাংলাদেশ সময়
গাযায় ইসরায়েলী বোমা বর্ষণ

গাযায় ইসরায়েলী বোমা বর্ষণ

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান যখন টানা পাঁচদিন ধরে চলছে, তখন উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে প্রচেষ্টা চলছে।

গাজার ফিলিস্তিনিদের সাথে আলোচনা করতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল এখন কায়রোতে। কিন্তু এই দলটি কাদের সঙ্গে কথা বলবে সেটা এখনও পরিষ্কার নয়।

কায়রোতে হামাসের কর্মকর্তারা ইসরায়েলি সহিংসতার অবসান চান আর ইসরায়েলী পররাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রথম আর চুড়ান্ত শর্ত হচ্ছে গাজা থেকে হামাসের জঙ্গিদের রকেট নিক্ষেপ বন্ধ করতে হবে।

গাজায় কর্তৃপক্ষ বলছে যে, সর্বশেষ এই সহিংসতায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছে।

গাযার ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধার প্রচেষ্টা

গাযার ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধার প্রচেষ্টা

তবে একইসাথে পরিস্থিতি যাতে পুরোদস্তুর যুদ্ধের রূপ না নেয় তার চেষ্টাও চলছে। চেষ্টাটা করছেন প্রধানত মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি।

কায়রোতে তিনি বলেছেন, একটি যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। কিন্তু একইসাথে আবার সাবধান করেছেন, কোন গ্যারান্টি নেই।

ইসরায়েলকে তিনি সাবধান করছেন কোনভাবেই তারা যেন গাজাতে সৈন্য না পাঠায়।

চাপের মুখেই হয়ত ইসরায়েলের একটি প্রতিনিধিদল কায়রো গেছে বলে জানা গেছে। তবে তারা কার সাথে ঠিক কী নিয়ে কথা বলবে, তা পরিস্কার নয়।

আরব লীগ মি. মুরসির চেষ্টাকে সমর্থণ করছে।

আরব লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গাজায় তাদের একটি প্রতিনিধদিল যাবে।

ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থাইল্যান্ড সফরকালে বলেছেন, নিজের দেশের জনগণকে রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে।

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻