BBC navigation

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ওবামার পছন্দ চাক হ্যাগেলকে

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 8 জানুয়ারি, 2013 00:10 GMT 06:10 বাংলাদেশ সময়

প্রতিরক্ষা মন্ত্রী ও সিআইএ প্রধান হিসেবে পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করছেন প্রেসিডেন্ট ওবামা। সঙ্গে রয়েছেন চাক হ্যাগেল (ডানে) এবং জন ব্রেনান (বাঁয়ে)।

প্রেসিডেন্ট ওবামা আমেরিকার নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিজের পছন্দের প্রার্থী হিসেবে সাবেক রিপাবলিকান সিনেটর চাক হ্যাগেলের নাম ঘোষণা করেছেন।

মিস্টার ওবামা বলেছেন, মিস্টার হ্যাগেল এই পদে হাতে গোনা প্রার্থীদের একজন যারা যুদ্ধ করে আহত হয়েছেন।

যদিও কিছু রিপাবলিকান মিস্টার হ্যাগেলকে ইরানের প্রতি নমনীয় এবং ইসরায়েল বিরোধী হিসেবে অভিহিত করে এই মনোনয়নের সমালোচনা করছেন।

সংবাদদাতারা বলছেন, চাক হ্যাগেলের মনোনয়ন নিশ্চিত করতে প্রেসিডেন্ট ওবামাকে কংগ্রেসের সাথে শক্ত লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।

নিয়োগ চূড়ান্ত হলে মি. হ্যাগেলকে সেনাবাহিনীর বাজেটে কাটছাঁটের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।

আর অনেক রিপাবলিকানদের চাক হেগেলকে অবিশ্বাস করার এটিও একটি কারণ।

এদিকে, নিজের সন্ত্রাস-বিরোধী উপদেষ্টা জন ব্রেনানকে সিআইএর প্রধান হিসেবে পছন্দ করেছেন বারাক ওবামা।

চাক হ্যাগেল এবং জন ব্রেনান উভয়েই প্রেসিডেন্ট ওবামার কাছের মানুষ হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউজে তাদের নাম ঘোষণা করছিলেন তখন তারা দুজনই তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

মি. ওবামা তাদের ভূয়সী প্রশংসা করেন এবং যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ চূড়ান্ত করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

সংবাদদাতারা বলছেন, বিরোধিতা সত্ত্বেও চাক হেগেলের মনোনয়ন সিনেটে অনুমোদন হবার সম্ভাবনাই বেশী।

সাথে সাথে সিআইএ প্রধান হিসেবে জন ব্রেনানের নিয়োগও চূড়ান্ত হয়ে যাবে।

ড্রোন হামলার সমর্থনের জন্য মি. ব্রেনান দেশের বাইরে সমালোচিত হলেও দেশের ভেতরে তার খুব একটা বিরোধিতা নেই।

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻