BBC navigation

হরতালের আগে যানবাহনে আগুন, ধরপাকড়

সর্বশেষ আপডেট রবিবার, 17 মার্চ, 2013 14:16 GMT 20:16 বাংলাদেশ সময়

ঢাকার বায়তুল মোকাররম এলাকায় একটি বাস জ্বলছে।

পুলিশ বলছে, বিএনপি নেতৃত্বাধীন বিরোধী ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন ঢাকায় অন্তত ১৫টি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়াও সংঘর্ষের ঘটনা ঘটেছে বরিশাল ও মাগুরায় ।

তবে এসব ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় ১৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

হরতালের আগের সন্ধ্যা যানবাহন ভাংচুরের ঘটনা এর আগে ঘটলেও, এবার ভাংচুরের ঘটনা শুরু হয়েছে দুপুর থেকেই।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসে আগুন লাগানোর প্রথম ঘটনাটি ঘটে দুপুর একটার দিকে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হরতালের সমর্থনে এসব যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার বাইরে সহিংসতা:

বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হরতালের সমর্থনে বিরোধী দল বিএনপির একটি মিছিল থেকে পুলিশের প্রতি ইট পাটকেল ছোঁড়া হয়েছে।

এসময় সেখানে একটি ভ্যানে আগুন লাগানোর চেষ্টা চালানো হয়।

পুলিশ বলছে, এসব ঘটনায় জড়িত সন্দেহে দুইজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া মাগুরায় একই ধরনে মিছিল থেকে কয়েকটি দোকান ভাংচুর করা হয় বলে পুলিশ অভিযোগ করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সমাবেশে ককটেল বিস্ফোরণ ও একে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর পুলিশ দলটির যেসব নেতাকর্মীকে আটক করে তাদের মুক্তির দাবিতে আগামীকাল সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের একটি পূর্বঘোষিত কর্মসূচী শুরু করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

একই ধরনের খবর

সম্পর্কিত বিষয়

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻