শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ ওভারে অস্ট্রেলিয়ার রেকর্ড ২৬৩ রান

টি২০ ক্রিকেট, রেকর্ড, অস্ট্রেলিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ম্যাক্সওয়েলের ৬৫ বলে ১৪৫ রানের ওপর ভর করে টি২০ তে অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

টি ২০ ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার এক ম্যাচে রেকর্ড ২৬৩ রান করেছে অস্ট্রেলিয়া।

বিশ ওভারের ম্যাচে এর আগের রেকর্ড ছিল কেনিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে করা শ্রীলঙ্কার ২৬০।

তিন উইকেটে করা অস্ট্রেলিয়ার রেকর্ড রানের মধ্যে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল একাই করেন ১৪৫ রান, মাত্র ৬৫ বলে।

তার ইনিংসে নয়টি ছক্কা এবং ১৪টি চারের মার ছিলো।

মাত্র সপ্তাখানেক আগেই ৫০ ওভারের ক্রিকেটে রানের নতুন বিশ্ব রেকর্ড করেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের এই স্কোর ছিলো ৪৪৪।

তার পরপরই টি২০ ক্রিকেটেও নতুন রেকর্ড হলো।

একদিনের ম্যাচে এর আগের রেকর্ডও ছিলো শ্রীলঙ্কার। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ঐ স্কোর ছিলো ৪৪৩।