ক্রাইমিয়ার ভূখন্ড সরে আসছে রাশিয়ার দিকে

রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ক্রাইমিয়া নিয়ে এত বড় দ্বন্দ্ব, সেই ভূখন্ড নাকি ধীরে ধীরে রাশিয়ার দিকেই সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন পনের লক্ষ বছর পর ক্রাইমিয়া রাশিয়ার মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হবে।

রাশিয়া, ক্রাইমিয়া

ছবির উৎস, NASA

ছবির ক্যাপশান,

ক্রাইমিয়ার ভূখন্ড সরে আসছে রাশিয়ার দিকে

রাশিয়ার ইনষ্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যাসট্রোনমির প্রধান আলেক্সান্ডার ইপাটভ এই দাবি করেছেন। তিনি বলছেন, ক্রাইমিয়া প্রতি বছর দুই দশমিক নয় মিটার হারে রাশিয়ার মূল ভূখন্ডের দিকে সরে যাচ্ছে।

উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে এটিকে নিজের দেশের অংশ বলে ঘোষণা দেয়। এর আগে পর্যন্ত ক্রাইমিয়া ছিল ইউক্রেনের অংশ।

আলেক্সান্ডার ইপাটভ বলেন, ক্রাইমিয়া যখন রাশিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা তখন এটা নির্ধারণ করার চেষ্টা করছিলেন এই ভূখন্ড ভুতাত্বিকভাবে কোন দিকে যাচ্ছে। তখন তারা এই গবেষণা শুরু করেন।

এই খবরে ক্রাইমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ স্বভাবতই খুশি।

এ নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন নানা রঙ্গ রসিকতা শুরু হয়েছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, তাহলে তো আর রাশিয়ার সঙ্গে ক্রাইমিয়াকে যুক্ত করার জন্য ১৯ কিলোমিটার দীর্ঘ সেতু করার আর কোন দরকার নেই।