কিংবদন্তির রক গায়ক বব ডিলান নোবেল পেলেন

ছবির উৎস, AFP
গায়ক-গীতিকার বব ডিলান সাহিত্যে নোবেল পেয়েছেন
যুক্তরাষ্ট্রের কিংবদন্তির রক সঙ্গীত গায়ক এবং গীতিকার বব ডিলান এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন। এই প্রথম কোন গীতিকারকে নোবেল দেওয়া হলো।
৭৫ বছর এই গায়ক-গীতিকারকে মার্কিন সঙ্গীতের ধারায় 'কাব্যের সংযোজন ঘটানোর' কৃতিত্বের জন্য এই সম্মান দেওয়া হলো।
বেশ কবছর ধরে কানাঘুষো হচ্ছিলো বব ডিলান নোবেল পাবেন। তবে সত্যিই যে একজন রক গায়ককে সুইডিশ একাডেমী বিবেচনা করবে, তা নিয়ে সন্দেহ ছিলো।
এর আগে শেষবার যুক্তরাষ্ট্র থেকে কেউ সাহিত্যে নোবেল জিতেছিলেন ১৯৯৩ সালে, ঔপন্যাসিক টনি মরিসন।
দশকের পর দশক ধরে বব ডিলানের গান বিশ্বের নানা প্রান্তে মানুষকে বিমোহিত করেছে।
তার 'দি টাইমস দে আর চেঞ্জিং' সারা পৃথিবীতে যুদ্ধ-বিরোধীদের এবং নাগরিক অধিকার আন্দোলনকারীদের গণ সঙ্গীতে পরিণত হয়েছিলো।
তার 'লাইক এ রোলিং স্টোন' বিদ্রোহের সঙ্গীত হিসাবে বিশ্বজুড়ে পরিচিতি পায়।