ছবি যেন ছবি নয়, অস্ট্রেলিয়ার ম্যাপ!

ছবির উৎস, কেলি ম্যাথিউস
বিয়ের দাওয়াতে অংশ নিতে ডারউইনে গিয়ে ছবিটে তোলেন কেলি
সূর্যাস্তের সময় বৃক্ষের আড়াল থেকে তোলা সাগরপাড়ের ছবিটির দিকে তাকালে মনে হয়, যেন কেবল প্রকৃতি নয়। আপনি দেখছেন অস্ট্রেলিয়ার মানচিত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ছবিটি কোন নামজাদা ফটোগ্রাফার নয়, তুলেছেন কেলি ম্যাথিউস নামে একজন পর্যটক।
পেশায় টেলিফোন অপারেটর কেলি গিয়েছিলেন অস্ট্রেলিয়ার উত্তরে ডারউইনে এক বিয়ের দাওয়াতে অংশ নিতে।
সেখানে ডারউইন এসপ্ল্যানেডে ঘুরতে ঘুরতে গাছের ডাল আর পাতার ফাকে ডুবতে থাকা সূর্যের ছবিটি তুলেছিলেন কেলি।
ছবির উৎস, বিবিসি
অস্ট্রেলিয়ার মানচিত্র
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেবার পর থেকেই বন্ধুরা বলতে শুরু করেন ছবিটি অস্ট্রেলিয়ার মানচিত্রের মত দেখতে।
তবে মানচিত্রে তাসমানিয়ার অনুপস্থিতি নিয়েও হচ্ছে আলোচনা।
অবশ্য তার উত্তরও দিয়ে দিচ্ছেন কেউ কেউ। বলছেন, "যাও না, গিয়ে ঝোপের মধ্যে একটা ফুটো করে দিয়ে এসো।"
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: আল জাজিরা নিয়ে 'একপেশে' আর চীন-ভারত নিয়ে দ্বিচারিতা?
বাংলাদেশে আল জাজিরার প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনার মনে হচ্ছে কোন শেষ নাই।