৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার

র‍্যাব।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

গতকাল গভীর রাতে হাজি আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাংলাদেশে নিখোঁজ এক ব্রিটিশ নাগরিককে খুঁজে দেয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব।

র‍্যাব চার এর কমান্ডার খন্দকার লুৎফুল কবির জানিয়েছেন, "ইয়াসিন মোহাম্মদ তালুকদার নামের নিখোঁজ ঐ ব্রিটিশ নাগরিকের মায়ের কাছে থেকে কয়েক দফায় ৫০ লাখ টাকা নেয় হাজি আলম নামে এক ব্যক্তি"

তিনি জানান, "ছেলেকে খুঁজে এনে দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলো সে। তবে টাকা নেয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দিলে বিষয়টি গণমাধ্যমের নজরে আনেন মি তালুকদারের মা সুরাইয়া পারভীন"

চার মাস আগে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াসিন মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে মামলা রয়েছে এবং র‍্যাবই তাকে তুলে নিয়ে গেছে বলে তার মায়ের বরাত দিয়ে এর আগে খবর প্রকাশিত হয়েছিলো স্থানীয় গণমাধ্যমে।

এ অভিযোগ অস্বীকার করেছেন র‍্যাবের কর্মকর্তা।

অন্যদিকে তিনি বলছেন, হাজি আলম শুরুতে দুই কোটি টাকা চেয়েছিল।

গ্রেফতারকৃত এই ব্যক্তি নিজেকে পুলিশের 'ইনফরমার' পরিচয় দিয়েছিলো বলে স্থানীয় গণমাধ্যমে জানা যাচ্ছে।

গতকাল গভীর রাতে হাজি আলমকে গ্রেফতার করা হয়েছে।

তার সাথে কথা বলে সে নিজেই ইয়াসিন মোহাম্মদ তালুকদারকে অপহরণের সাথে যুক্ত কিনা সেটা বোঝার চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিনি।