আট ঘন্টা পরেও আগুন জ্বলছে গুলশান মার্কেটে

ছবির উৎস, G00GLE STREET VIEW
গুলশান সিটি করপোরেশন মার্কেটের সামনের অংশ
ঢাকার গুলশান এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের আগুন আট ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী।
মঙ্গলবার রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হলেও বেলা ১১টা পর্যন্ত মার্কেটে আগুণ জ্বলছিল।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীর ২২টি ইউনিটে ১৫০জন সদস্য কাজ করছে।
কিন্তু আগুন এবং ধোঁয়ার তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর জানা মাত্রই তাদের উদ্ধার কর্মীরা সেখানে যায়। কিন্তু দ্রুত আগুনের বিস্তার ঘটে।
আগুনের তীব্রতায় মার্কেটের একপাশে একটি অংশ ধসে পড়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। দমকল বাহিনী বলছে মার্কেটের দোকাগুলোতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
গুলশান-১ নম্বরে অবস্থিতি সিটি কর্পোরেশন মার্কেট সে এলাকায় অত্যাবশ্যকীয় মার্কেট হিসেবে পরিচিত।
সে মার্কেটে অন্তত পাঁচ শত দোকান আছে বলে ধারনা করা হচ্ছে। আগুনের কারণে পুরো এলাকায় ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।