দিল্লি সহিংসতা: 'পুলিশকে আগুন দিতে দেখেছি: বিবিসিকে ভুরা খান

দিল্লি সহিংসতা: 'পুলিশকে আগুন দিতে দেখেছি: বিবিসিকে ভুরা খান

ভারতে দিল্লির দাঙ্গায় ঘর, দোকান সবই হারিয়েছেন ভুরা খান।

বিবিসিকে তিনি বলেছেন ছাদ থেকে লাফ দিয়ে কোনমতে প্রাণে বেঁচেছেন তিনি।

সহিংস জনতা তার এলাকায় মুসলিমদের ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে।

তিনি বলেন, তিনি নিজে দেখেছেন পুলিশ হামলাকারীদের সঙ্গে মিলে কীভাবে আগুন দিচ্ছে।