Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

সরাসরি রিপোর্টিং

রিপোর্ট করছেন সায়েদুল ইসলাম

time_stated_uk

  1. এরই সঙ্গে আমাদের আজকের লাইভ পেজের সমাপ্তি টানছি। যারা সারাদিন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সর্বশেষ খবর, ফিচার, বিশ্লেষণ এবং অডিও-ভিডিওর জন্য আপনারা আমাদের হোমপেজ www.bbcbangla.com এ যেতে পারেন। ধন্যবাদ।

  2. স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলার আয়োজন করা যাবে

    ঢাকার প্র্রিমিয়ার লীগ ক্রিকেটও করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল
    Image caption: ঢাকার প্র্রিমিয়ার লীগ ক্রিকেটও করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল

    করোনাভাইরাস মহামারির পর বিশ্বের আর সব দেশের মতো বাংলাদেশেও খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত আকারে খেলাধুলা এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

    আজ এক সভায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা আবার শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

    সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন,স্বাস্থ্য অধিদফতর ১০টি শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত প্রদান করেছে।

    উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হচ্ছে:

    ·খেলাধুলা শুরুর আগে খেলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর পূর্বে, মহামারি প্রতিরোধক সরঞ্জাম যেমন মাস্ক, গ্লোভস, জীবাণুনাশক এবং নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার সংরক্ষণ করে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

    ·সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম ও খেলাধুলার আয়োজন করা যেতে পারে।

    ·খেলোয়াড়, প্রশিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি এবং খেলাধুলা সংশ্লিষ্ট সকলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে। ক্যাম্প শু্রুর পূর্বে প্রয়োজনবোধে সবার কোভিড-১৯ পরীক্ষা করা যেতে পারে।

    ·খেলোয়াড়দের প্রশিক্ষণকালীন ক্যাম্পে অবস্থানের সময় স্বাস্থ্য বিধি মেনে থাকার ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

    ·খেলা ও প্রশিক্ষণের সময় ব্যক্তিগত পানির বোতল ও তোয়ালে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত সরঞ্জাম এবং জামাকাপড় নিজস্ব ব্যাগে রাখতে হবে।

    ·অধিক জন সমাগম না করে সীমিত আকারে খেলাধুলার আয়োজন করা যেতে পারে। মাঠে প্রবেশ ও বাহির হওয়ার সময় দর্শকদের সারিবদ্ধভাবে পরস্পর হতে এক মিটারেরও বেশি দূরত্ব বজায় রাখতে হবে।

  3. চীন-মার্কিন সম্পর্কে নতুন উত্তেজনা

    চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা করোনাভাইরাস মহামারির পর গত কয়েক মাস ধরেই বাড়ছে। এবার চীন ওয়াশিংটনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, তা এই উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।

    চীন ১১ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। গত সপ্তাহে চীনা নাগরিকদের বিরুদ্ধে ওয়াশিংটনের জারি করা একই ধরণের নিষেধাজ্ঞার জবাবে তারা এই পদক্ষেপ নিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, হংকং এর ইস্যুতে এরা খুবই আপত্তিজনক আচরণ করেছে। নিষিদ্ধ ১১ জনের মধ্যে আছেন ৫ জন মার্কিন সেনেটর।

    এদিকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজারের তাইওয়ান সফর নিয়েও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। তাইওয়ান সফরে গিয়ে দেশটির গণতন্ত্রের প্রশংসা করেছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী। তাইওয়ানে মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর এই সফরে চীন ভীষণভাবে ক্ষুব্ধ। চীন তাইওয়ানকে তার নিজের দেশের অংশ বলে মনে করে।

    মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তাইওয়ান সফরে চীন ক্ষুব্ধ
    Image caption: মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর তাইওয়ান সফরে চীন ক্ষুব্ধ
  4. নির্বাচনী কারচুপির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বেলারুশ

    নির্বাচনী কারচুুপির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বেলারুশে
    Image caption: নির্বাচনী কারচুুপির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে বেলারুশে

    বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো নির্বাচনে কারচুপির অভিযোগকে ঘিরে তার বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ চলছে, তাকে ‘বিদেশি মদতপুষ্ট’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এদের হাতে তিনি দেশকে ধ্বংস হতে দেবেন না।

    ভোট কারচুপির বিরুদ্ধে সারা রাত ধরে যে বিক্ষোভ চলে, তখন পুলিশের ওপর সুপরিকল্পিতভাবে হামলা করা হয় বলে তিনি অভিযোগ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছে শতাধিক।

    নির্বাচনে বিরোধী প্রার্থী সভেতলানা টিখানোভস্কায়া বলেছেন, তিনি এই কারচুপির নির্বাচনের ফল মানেন না।

  5. ইসরায়েলি হামলার জবাবে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে হামাস

    গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলি অবরোধের মধ্যে আছে
    Image caption: গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলি অবরোধের মধ্যে আছে

    ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা কয়েকটি ঘটনায় নাটকীয়ভাবে বেড়ে গেছে।

    হামাস আজ গাজায় তাদের অবস্থান থেকে সাগরের দিকে লক্ষ্য করে ৬ই ক্ষেপনাস্ত্র ছোঁড়ে। এটি ছিল একটি ইসরায়েলি হামলার পাল্টা জবাব। এর আগে ইসরায়েল উত্তর গাজায় কয়েকটি হামাস টার্গেটে হামলা চালায়।

    ইসরায়েল দাবি করছে, ইসরায়েলের সীমানায় কিছু বেলুন গাজা থেকে উড়ে এসেছে, যেগুলোর সঙ্গে বিস্ফোরক বেঁধে রাখা হয়েছে বলে তারা সন্দেহ করছে। এজন্যে তারা হামাসকে লক্ষ্য করে আঘাত হেনেছে।

  6. যে ব্যবসায়ীর গ্রেফতারে হংকং এর গণতন্ত্রপন্থীরা ক্ষুব্ধ

    জিমি লাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে
    Image caption: জিমি লাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে

    হংকং এর পুলিশ যে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তিনি সেখানকার অন্যতম শীর্ষধনী এবং বেশ জনপ্রিয় একটি সংবাদপত্রের মালিক। জিমি লাইকে পুলিশ গ্রেফতার করে তার সংবাদপত্র অফিস থেকে।

    হংকং এ বিতর্কিত যে নতুন নিরাপত্তা আইন জারি করা হয়েছে, সেই আইনে এপর্যন্ত গ্রেফতার হওয়া মানুষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তাঁর বিরুদ্ধে বিদেশী শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

    তিনি হংকং এর গণতন্ত্রপন্থীদের আন্দোলনের একজন সোচ্চার সমর্থক। ৭১ বছর বয়সী মিস্টার লাইয়ের একই সঙ্গে যুক্তরাজ্যেরও নাগরিকত্ব আছে। তবে তার মালিকানাধীন পত্রিকা অ্যাপল ডেইলির কর্মকর্তারা জানিয়েছেন, মিস্টার লাই গ্রেফতার হলেও পত্রিকাটির প্রকাশনা অব্যাহত থাকবে। তাকে যেভাবে গ্রেফতার করা হয় তার গণতন্ত্রপন্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে।

  7. নিউজিল্যান্ডের করোনাভাইরাসমুক্ত ১০১ দিন

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন
    Image caption: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

    একটানা ১০১ দিন ধরে নিউজিল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত করোনাভাইরাসের একটি ঘটনাও ধরা পড়েনি।

    দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন এটিকে এক ‘গুরুত্বপূণ’ মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি কোভিড-১৯ মোকাবেলায় যে কৌশল নিয়েছিলেন, তা আন্তর্জাতিক প্রশংসা কুড়ায়।

    নিউজিল্যান্ডে এখন যে ২১জন করোনাভাইরাস আক্রান্ত মানুষ আছেন , তারা সবাই দেশের বাইরে থেকে এই সংক্রমণের শিকার হয়েছেন। এদের সবাইকে আলাদা করে কোয়ারেনটিনে রাখা হয়েছে।

    নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ২১৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২২ জন।

  8. বৈরুতে বিস্ফোরণে নিহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে

    বিস্ফোরণের পর থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে বৈরুত
    Image caption: বিস্ফোরণের পর থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে বৈরুত

    গত মঙ্গলবার বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা এখন দুশো ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

    বৈরুতের গভর্নর মারওয়ান আবুদ জানান, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। এদের অনেকেই বিদেশি কর্মী।

    এই বিস্ফোরণের একেবারে কেন্দ্রে সেনাবাহিনী উদ্ধার তৎপরতার অংশ হিসেবে যে তল্লাশি চালাচ্ছিল তা শেষ বলে জানিয়েছে।

    বৈরুতে রোববার আবারও দ্বিতীয় রাতের মতো সহিংসতা হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই বিপর্যয় মোকাবেলায় সরকারের ব্যর্থতায় তারা ক্ষুব্ধ। একজন মন্ত্রী এবং কয়েকজন এমপি পদত্যাগ করলেও তাদের ক্ষোভ প্রশমিত হয়নি।

  9. রিজেন্টের সাহেদের আরো সাতদিনের রিমান্ড

    দুর্নীতি দমন কমিশনের করা অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতদিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

    এর আগে দুই দফায় তার ৩৮ দিনের রিমান্ড দেয়া হয়।

    গত ছয়ই জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসের সনদ দিয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে।

    র‍্যাবের হেফাজতে মোঃ সাহেদ
    Image caption: র‍্যাবের হেফাজতে মোঃ সাহেদ
  10. বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় পুরুষরা বেশি

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, এ পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ মৃত্যুবরণ করেছেন ২,৭২১ জন আর নারী ৭১৭ জন।

    শতাংশ বিবেচনায় পুরুষ ৭৯.১৪ শতাংশ এবং নারী ২০.৮৬ শতাংশ।

    বিভাগ হিসাবে মৃত্যুর তালিকা:

    ঢাকা বিভাগে মারা গেছেন ১,৬৩৯ জন

    চট্টগ্রাম বিভাগে ৮১১ জন

    রাজশাহী বিভাগে ২২১ জন

    খুলনা বিভাগে ২৬৫ জন

    বরিশাল বিভাগে ১৩৪ জন

    সিলেট বিভাগে ১৫৮ জন

    রংপুর বিভাগে ১৩৫ জন

    ময়মনসিংহ বিভাগে ৭৫ জন।

    মৃত্যুর তালিকায় পুরুষরা বেশি
  11. ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রনব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত

    ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রনব মুখার্জির করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি নিজেই এক টুইটে একথা জানিয়েছেন।

    প্রনব মুখার্জি আজ এক টুইটার পোস্টে জানান, অন্য একটি চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তখন পরীক্ষায় তার করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। গত এক সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে আলাদা থাকার এবং করোনাভাইরাস টেস্ট করার পরামর্শ দিয়েছেন তিনি।

    প্রনব মুখার্জি ২০১২ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বহুবছর কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন।

    তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    View more on twitter
  12. ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড

    ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড
    Image caption: ব্রাজিলে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

    ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এবং এর কারণে মৃত্যুর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্রাজিলে সংক্রমণের মোট সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ১ লাখের বেশি মানুষ। সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর দিক থেকে তাদের অবস্থান এখন বিশ্বে দ্বিতীয়।

    সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্য এখনো শীর্ষে। সেখানে ৫০ লাখের বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছে। মারা গেছে ১ লাখ ৬২ হাজার মানুষ।

    এই দুই দেশের প্রেসিডেন্টই, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের জেয়ার বোলসোনারো, শুরু থেকেই করোনাভাইরাসের ঝুঁকিকে খাটো করে দেখাতে চেয়েছেন।

  13. নতুন শনাক্ত ২,৯০৭ জন, মৃত্যু ৩৯ জনের

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২,৯০৭ জন শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।

    এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন আর মোট মৃত্যু হলো ৩, ৪৩৮ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

    ১২,৮৪৯টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়।

    এই সময়ে মোট সুস্থ হয়েছেন ২,০৬৭ জন আর মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।

    করোনাভাইরাস পরীক্ষা
  14. ব্রিটেনে দৈনিক সংক্রমণ আবার এক হাজার ছাড়ালো

    গত জুন মাসের পর এই প্রথম ব্রিটেনে একদিনে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা এক হাজার ছাড়িয়েছে।

    রোববার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এদিন মোট ১০৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে আরও ৮ জন। এ নিয়ে ব্রিটেনে করোনাভাইরাসে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৫৭৪ জন।

    ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার থেকে পাওয়া এই তথ্য অবশ্য একটি বিষয়কে আড়াল করছে। তা হলো, এখন ব্রিটেনে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষাও অনেক বেশি করা হচ্ছে। যেসব শহরে বা এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেসব জায়গাতেই বেশি করে পরীক্ষা করা হচ্ছে।

    বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নিক ট্রিগল বলছেন, যদি আরও বেশি পরীক্ষা করা হয়, তাহলে আরও বেশি সংক্রমণ ধরা পড়বে।

    তথ্যসূত্র: ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার
    Image caption: তথ্যসূত্র: ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড সোশ্যাল কেয়ার
  15. গাজীপুরের একটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    গাজীপুরের একটি হাসপাতালে অভিযান পরিচালনা করছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

    র‍্যাবের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

    স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিয়ম মেনে অভিযানটি পরিচালনা করা হচ্ছেন বলে জানিয়েছেন র‍্যাব-১ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শফি উল্লাহ বুলবুল।

    গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। টাস্কফোর্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব রয়েছেন।

    করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার কয়েকটি হাসপাতালে র‍্যাবের অভিযানে ব্যাপক অনিয়ম বেরিয়ে আসে।

    র‍্যাব
  16. প্যারিসের অনেক এলাকায় মাস্ক পড়া বাধ্যতামূলক

    প্যারিসের অনেক এলাকায় বের হতে হলে অবশ্যই মাস্ক পড়তে হবে।

    ১১ বছরের বেশি এবং ভিড়বহুল কোন এলাকায় গেলেই অবশ্যই মাস্ক পড়তে হবে। যেমন সেইন নদীর আশেপাশের এলাকায় মাস্ক ছাড়া যাওয়া যাবে না।

    তবে আইফেল টাওয়ার, সজ-এলিজের মতো কিছু জনপ্রিয় পর্যটন এলাকা এই নির্দেশের বাইরে থাকবে।

    যারা এই নির্দেশ মানবেন না, তাদের ১৩৫ ইউরো জরিমানা দিতে হবে।

    ফ্রান্সে পর্যটক
  17. বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ

    বাংলাদেশে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৫৭.৬০ শতাংশ সুস্থ হয়ে উঠছেন বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, বাংলাদেশেমোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

    আক্রান্তের হিসাবে শতকরা বিচারে এই হার ৫৭.৬০ শতাংশ বলে তিনি জানান।

    করোনাভাইরাসে সুস্থতা
  18. একশো দিনেও করোনা নেই নিউজিল্যান্ডে

    নিউজিল্যান্ডে গত ১০০ দিনে স্থানীয়ভাবে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হননি।

    দেশটিতে সর্বশেষ করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল পহেলা মে।

    দেশটিতে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৯ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন
  19. অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

    অস্ট্রেলিয়ার মেলবোর্নে দ্বিতীয় দফার মহামারিতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মারা যাওয়া ৩১৪ জনের দুই-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়েছে ভিক্টোরিয়া রাজ্যে।

    মেলবোর্নে প্রায় একমাস আগে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়, যেখানে রাতের বেলায় কার্ফু জারি থাকে।

    অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস
  20. সবচেয়ে কম আক্রান্ত মেহেরপুর জেলায়

    বাংলাদেশে করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মেহেরপুর জেলার বাসিন্দারা।

    এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন।

    আক্রান্তের কম সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন।

    আর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন।

    বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্যে এসব জানা গেছে।

    করোনাভাইরাস পরীক্ষা
পৃষ্ঠা 1 এর মধ্যে 2