
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বারাক ওবামা
জয় নিশ্চিত হবার পর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মি. ট্রাম্প। বিশ্বনেতারা তাকে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেছেন।
জয় নিশ্চিত হবার পর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মি. ট্রাম্প। বিশ্বনেতারা তাকে অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেছেন।
সরাসরি রিপোর্টিং
time_stated_uk
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীকাল হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রেসিডেন্ট ওবামা নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকেও ফোন করে তাঁর প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিনন্দন জানান।
প্রেসিডেন্ট ওবামা আজকেই হোয়াইট হাউসে একটি বিবৃতি দেবেন। হোয়াইট হাউসের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, ‘নির্বাচনের ফলাফল এবং এই কঠিন নির্বাচন মৌসুমের পর দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কী পদক্ষেপ নেয়া প্রয়োজন, সেটা আলোচনা করা হবে।‘
ভারতে ট্রাম্প সমর্থকদের আনন্দ
ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার জন্মস্থানে উৎসব
স্লোভেনিয়ার টেলিভিশনের খবরে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, স্লোভেনিয়া বংশোদ্ভূত মেলানিয়ার জন্মস্থানে তার স্বামীর বিজয়ে উৎসব শুরু হয়ে গেছে।
সেভনিচা শহরের মেয়র স্রেচকো অচভির্ক স্থানীয় ওয়াইন আর খাবার-দাবার দিয়ে খোলা আকাশের নিচে স্ট্রিট পার্টির আয়োজন করেছেন। স্থানীয় ফোক ব্যান্ড স্লাভকি মেলানিয়া ট্রাম্পের জন্য লেখা একটি গান পরিবেশন করে।
মেয়র অচভির্ক বলেন পার্টিতে মানুষ আসছে আর যাচ্ছে, আনন্দ করছে। তিনি বলেন ‘মেলানিয়া এখন সেভনিচা শহরকে বিশ্ব মানচিত্রে বসিয়ে দেবেন।‘
��2y5��]
সিরিয়ায় পট পরিবর্তন?
বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা কোয়েনটিন সমারভিল বলছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানে কোন প্রভাব ফেলবেনা, তবে সিরিয়ার বিষয়টি ভিন্ন। মি: ট্রাম্প ইতোমধ্যেই সিরিয়ার বিদ্রোহীদের সাথে আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। গোটা মধ্যপ্রাচ্যে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক রাশিয়ার সাথে সহযোগিতার ওপরে জোর দিয়েছেন। সিরিয়া যুদ্ধে বিভিন্ন পক্ষগুলোর মধ্যে ভারসাম্য হয়তো উল্লেখযোগ্য ভাবে বদলাতে যাচ্ছে।
f���צ3y_��R
বিবিসি বাংলার ফেসবুক লাইভ
ডোনাল্ড ট্রাম্পের জয়ে ঢাকার মানুষের কি প্রতিক্রিয়া?
ট্রাম্প শিবিরে পার্টির রাত
রক্তপাতহীন বিপ্লব
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে 'রক্তপাতহীন বিপ্লব' হিসেবে অভিহিত করেছেন মি. ট্রাম্পের জীবনীকার জেরোম টুসিল।
"তাকে জেলে পোরো"
নির্বাচনী প্রচারের সময় মি. ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে জিতলে হিলারি ক্লিনটনের ইমেইল কেলেংকারী খতিয়ে দেখতে একজন বিশেষ কৌসুলী নিয়োগ করবেন তিনি।
তিনি তখন এও বলেছিলেন, হিলারির উচিত জেলে থাকা।
এখন জয়ের পর ট্রাম্প শিবিরে যে উল্লাস হচ্ছে সেখান থেকে কেউ কেউ শ্লোগান দিচ্ছেন, "তাকে জেলে পোরো"।
ট্রাম্প কি আদৌ এমন কিছু করবেন?
ট্রাম্পের বিজয় ব্রেক্সিটের মতই
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং একথা বলেছেন।
পুতিনের টেলিগ্রাম
টুইটার
বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো থেকে এই খবর দিচ্ছে বার্তা সংস্থা এপি।
নরেন্দ্র মোদির অভিনন্দন
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি প্রচারণার সময় ভারতীয়দের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবার জন্য মি. ট্রাম্পের প্রশংসা করেন।
এবং বলেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবেন বলে তিনি আশা করেন।
শেখ হাসিনার অভিনন্দন
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"সে আমার প্রেসিডেন্ট নয়"
আগেই ধারণা ছিল যে, অনলাইন দুনিয়ায় গভীরভাবে বিভক্ত আমেরিকানদের একীভূত করে ডোনাল্ড ট্রাম্পের দেশ পরিচালনা করা খুবই কঠিন হবে।
প্রচারণার সময় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ট্রাম্প সমর্থকদের কণ্ঠই সবসময় উচ্চকিত থাকত।
কিন্তু পরাজয়ে পরেও দেখা যাচ্ছে, হিলারি সমর্থকদের কণ্ঠ এতটুকুও নিচু হয়নি।
তারা অনলাইনে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করছে।
একটি হচ্ছে, "এখনো তার সাথেই আছি"।
আরেকটি "সে আমার প্রেসিডেন্ট নয়"।
এই দুটি হ্যাশট্যাগ দিয়ে মূলত অনলাইন দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে বর্জন করছেন তার বিরোধীরা।
ভাষণে যা বলেননি ট্রাম্প
সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ব্যাপারটি উল্লেখ করেননি মি. ট্রাম্প।
উল্লেখ করেননি, হিলারি ক্লিনটকে জেলে পোরার ব্যাপারটিও।
উহ্য ছিল, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী ঠেকাতে ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রয়টিও।
ওয়াল স্ট্রিট জার্নালের বুধবারের সংস্করণ
পত্রিকাটির প্রধান শিরোনাম: "প্রেসিডেন্ট ট্রাম্প"
তারা এই ফলাফলকে একটি 'আপসেট' হিসেবে দেখছে।
আমেরিকাকেই সর্বাগ্রে রাখব: ট্রাম্প
সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অন্যান্য দেশের সাথে আমি "দারুণ, দারুণ সম্পর্ক আশা করছি"।
"কোনও স্বপ্নই বিরাট নয়, কোন চ্যালেঞ্জই দুঃসাধ্য নয়"।
"আমেরিকা আর কখনোই সেরার চাইতে কম কোন কিছুর সাথে আপোস করবে না"।
"আমি সবসময়েই আমেরিকাকেই সর্বাগ্রে রাখব"।
ভাষণ দিচ্ছেন ট্রাম্প
সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।
শুরুতেই তিনি বলেছেন, হিলারি ক্লিনটন তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
আনন্দে আত্মহারা ট্রাম্পের সমর্থকেরা
সিএনএন এবং ফক্স নিউজ ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত বলে ঘোষণা করার পর নিউইয়র্কের ম্যানহাটানে হিলটন হোটেলের সামনে উল্লাসে মত্ত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।
ট্রাম্পও সেখানে রয়েছেন।
বিবিসির আলিম মকবুল টুইট করে জানাচ্ছেন, মনে হচ্ছে যে কোন মুহুর্তে তিনি বিজয় ভাষণ দেবেন।
ব্রেকিং: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বার্তা সংস্থা এপি এই খবর দিচ্ছে।
মার্কিন গণমাধ্যম বলছে, হিলারি ক্লিনটন পরাজয় মেনে নিয়েছেন।
ভাষণ দেবেন ট্রাম্প
কিছুক্ষণের মধ্যেই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প, জানানো হয়েছে তার নির্বাচনী সদর দপ্তর থেকে।