Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

সরাসরি রিপোর্টিং

time_stated_uk

 1. দেশ জুড়ে চলছে শেষ মূহুর্তের প্রচারনা

  একাদশ সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হবে কাল সকাল আটটায়।

  সে কারণেই আজ ঢাকাসহ সারাদেশে প্রার্থীরা শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

  ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থীর মিছিল হয়েছে বিভিন্ন এলাকায়।

  ঢাকার বাইরে প্রায় প্রতিটি জায়গাতেই আওয়ামী লীগ প্রার্থীরা সমাবেশ বা মিছিল করেছেন।

  তবে বিরোধী বিএনপি জোটের প্রার্থীরা অনেকেই শেষ দিনে সমাবেশ বা মিছিল থেকে বিরত থেকেছেন।

  তারা এজন্য নেতাকর্মী গ্রেপ্তার ও প্রচারে বাধার অভিযোগ তুলেছেন।

  ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাসের সমর্থনে মিছিল করেছে তার সমর্থকরা।

 2. ঢাকার আসন থেকে সরে গেলেন এরশাদ

  ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

  নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে আজ এক সংবাদ সম্মেলনে তিনি তার এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

  ফলে জাতীয় পার্টি চেয়ারম্যান এখন শুধু রংপুর-৩ আসনে নির্বাচন করছেন।

  একই সাথে জাতীয় পার্টির সব প্রার্থীকে তিনি মহাজোটের সিদ্ধান্ত মেনে নেয়ার নির্দেশ দিয়েছেন।

  ঢাকার এই আসনটি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান (অভিনেতা ফারুক) কে সমর্থন দিয়েছেন এরশাদ।

  এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে আছেন আন্দালিভ রহমান পার্থ।

  এই আসনের অন্য প্রার্থীরা হলেন : আলী হায়দার প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), এস, এম, আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, এস.এম. আহসান হাবিব বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, কাজী মোঃ রাশিদুল হাসান জাকের পার্টি, নাজমুল হুদা স্বতন্ত্র, মোঃ আমিনুল হক তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ, লে. কর্নেল (ডাঃ) অবঃ এ কে এম সাইফুর রশিদ বিকল্প ধারা বাংলাদেশ।

  এরশাদ
 3. Post update

  Quote Message: ১৬ই ডিসেম্বর যেমন বিজয় অর্জন করেছি ত্রিশে ডিসেম্বরও আমরা বিজয়ী হবো। এটা কোনো দলের বিজয় নয়, এটি সবার বিজয়। ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে দলীয়করণ করবে না, দলীয়করণ থেকে মুক্ত হতেই আমরা এক হয়েছি। দলীয়করণ মানে জমিদারি, ভোট দিয়ে এ থেকে মুক্ত হবো। ধানের শীষে ভোট দিলে এ থেকে মুক্ত হবেন। ধানের শীষ দলের নয়, সবার ঐক্যের প্রতীক।" from জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে
  জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনঢাকায় এক সংবাদ সম্মেলনে
  ড: কামাল
 4. বরিশালে শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে মিছিল

  এ আসনের সব প্রার্থীরা: আবদুস সাত্তার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এইচ এম মাসুম বিল্লাহ বাংলাদেশ জাতীয় পার্টি, এডভোকেট এ,কে,এম, মুরতজা আবেদীন জাতীয় পাটি, জাহিদ ফারুক আওয়ামী লীগ, মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ মজিবর রহমান সরওয়ার বিএনপি ও শামীমা নাসরিন ন্যাশনাল পিপলস পার্টি।

  বরিশালে শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে মিছিল
  Image caption: বরিশালে শেষ দিনে একজন প্রার্থীর সমর্থনে মিছিল
 5. যে সেতু বদলে দিতে পারে চট্টগ্রাম-৮ এর হিসেব-নিকেশ

  চট্টগ্রামের যে সেতু ধরে ভোটারদের সাথে সেতু গড়ার চেষ্টায় প্রার্থীরা

 6. Post update

  Quote Message: নির্বাচনের প্রচার ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই।" from অ্যালিসন ব্লেইক, ব্রিটিশ হাই কমিশনার সিলেটে আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর
  অ্যালিসন ব্লেইক, ব্রিটিশ হাই কমিশনারসিলেটে আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর

  এ আসনের সব প্রার্থীরা: সিলেট - ১ আসনের প্রার্থীরা হলেন মাওলানা নাসির উদ্দিন বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইউসুফ আহমদ ন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি), উজ্জল রায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ, খন্দকার আবদুল মুক্তাদীর বিএনপি, প্রনব জ্যোতি পাল বাসদ, মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি, মুহাম্মদ ফয়জুল হক ইসলামী ঐক্যজোট (আইওজে), মোঃ আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বাংলাদেশ মুসলিম লীগ এবং মোঃ রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 7. রাজশাহীতে মহাজোট প্রার্থীর প্রচার

  রাজশাহীতে শেষ দিনের প্রচারণায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার সমর্থনে প্রচার।

  এ আসনের সব প্রার্থীরা হলেন: ফজলে হোসেন বাদশা বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, মো এনামুল হক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মো ফয়সাল হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মো মিজানুর রহমান মিনু বিএনপি।

  জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার সমর্থনে প্রচার
  Image caption: জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার সমর্থনে প্রচার
 8. বরিশালে শেষ দিনে বিএনপি প্রার্থীর প্রচার

  প্রচারণার শেষ দিনে বরিশাল-৫ আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ার নগরীর কয়েকটি স্থানে গণসংযোগ করেছেন

  এ আসনের সব প্রার্থীরা: আবদুস সাত্তার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এইচ এম মাসুম বিল্লাহ বাংলাদেশ জাতীয় পার্টি, এডভোকেট এ,কে,এম, মুরতজা আবেদীন জাতীয় পাটি, জাহিদ ফারুক আওয়ামী লীগ, মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ মজিবর রহমান সরওয়ার বিএনপি ও শামীমা নাসরিন ন্যাশনাল পিপলস পার্টি।

  বরিশালে শেষ দিনে বিএনপি প্রার্থীর প্রচার
  Image caption: বরিশালে শেষ দিনে বিএনপি প্রার্থীর প্রচার
 9. Post update

  Quote Message: আজকে আমি কোনো প্রচারণায় বের হইনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানাচ্ছি।" from ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী
  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনচট্টগ্রাম-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী

  চট্টগ্রাম-১ আসনের প্রার্থীরা: মোশাররফ হোসেন আওয়ামী লীগ, নুর উদ্দিন আহমদ গণ ফোরাম, নুরুল আমিন বিএনপি , মোঃ আবদুল মান্নান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মোঃ শামছুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

 10. এবারের নির্বাচনে একমাত্র প্রতিবন্ধী প্রার্থীকে নিয়ে কৌতুহল

  ঢাকা-১৯ আসন থেকে নির্বাচনে লড়ছেন ইদ্রিস আলী।

  ইদ্রিস আলী বলছেন নির্বাচনে তার জয় পরাজয় কোন বিষয় না, প্রতিবন্ধী হয়েও যে নেতৃত্ব দেওয়া যায় সে বার্তা সবার কাছে পৌঁছানোই তার মূল উদ্দেশ্য।

  ঢাকা-১৯ আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন। ডাক্তার এনামুর রহমান-আওয়ামীলীগ, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন-বিএনপি, আবুল কালাম-জাতীয় পার্টি, ফারুখ খান -ইসলামী আন্দোলন বাংলাদেশ, নুরুল ইসলাম-জাকের পাটি, সরোয়ার হোসেন-প্রগতিশীল গণতান্ত্রিক দল, আইনুল হক-বিকল্পধারা, আবু ইফসুফ খান -কৃষক শ্রমিক জনতা লীগ, সৌমিত্র কুমার দাস-বাংলাদেশ সমাজতান্ত্রিক দল।

  View more on facebook
 11. Post update

  Quote Message: ত্রিশ তারিখে সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমরা স্বচ্ছ ভোট চাই।" from মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী
  মহিবুল হাসান চৌধুরীচট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী
 12. Post update

  Quote Message: আমি ডা: শাহাদত হোসেনের মা, শাহাদাতকে ধানের শীষে একটি ভোট দিন" from ভোটারদের কাছে এসএমএস বার্তায় চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনর মা
  ভোটারদের কাছে এসএমএস বার্তায়চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনর মা
  শাহাদত হোসেনর মায়ের এসএমএস বার্তা

  চট্টগ্রাম -৯ আসনের প্রার্থীরা: আবু আজম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগ, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মৃণাল চৌধুরী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মোঃ মোরশেদ সিদ্দিকী জাতীয় পার্টি-জেপি, মোঃ শেখ আমজাদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মৌলভী রশিদুল হকবাংলাদেশ খেলাফত আন্দোলন ও শাহাদাত হোসেন বিএনপি।

 13. নির্বাচনী প্রচারণায় 'এবারের চিত্রটা ব্যতিক্রম'

  View more on facebook
 14. Post update

  Quote Message: নির্বাচনের দিন যাতে ভোটারদের কেন্দ্রে আনা যায় তার হোমওয়ার্ক করছি" from আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী
  আব্দুল্লাহ আল নোমানচট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী
 15. Post update

  সিলেট - ১ আসনের প্রার্থীরা হলেন মাওলানা নাসির উদ্দিন বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইউসুফ আহমদন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি), উজ্জল রায়বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ, খন্দকার আবদুল মুক্তাদীর বিএনপি, প্রনব জ্যোতি পাল বাসদ, মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি, মুহাম্মদ ফয়জুল হক ইসলামী ঐক্যজোট (আইওজে), মোঃ আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বাংলাদেশ মুসলিম লীগ এবং মোঃ রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  সংসদ নির্বাচন: সিলেট-১ আসনের বিজয়ী দল প্রতিবার সরকার গঠন করায় সেখানে চলছে মর্যাদার লড়াই

  সিলেটে আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনের গনসংযোগ
  Image caption: সিলেটে আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেনের গনসংযোগ
  শহরে এক জমায়েতে বিএনপি প্রার্থী
  Image caption: শহরে এক জমায়েতে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর
 16. ভোটের দিন কি জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে?

  বাংলাদেশে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। ভোট দিতে গিয়ে যদি দেখেন আগেই আপনার ভোট দেয়া হয়ে গেছে তাহলে কী করবেন?

  ভোটের দিনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সানজানা চৌধুরী।

  View more on youtube
 17. 'জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই' - হাইকোর্ট

  বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর নির্বাচন করতে আইনগত বাধা নেই বলে বলে জানিয়েছে আদালত।

  ওই প্রার্থীরা যখন তাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন তখন এর বিরুদ্ধে কেউ কোন আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিল করার এখন আর কোন সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী মোঃ. ইয়াসিন খান।

  আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ওই রিট আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, "তাদের মনোনয়নের বিরুদ্ধে কেউ আপিল না করায় নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করেছেন।"

  প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন

 18. পর্যবেক্ষকরা আসলে কী করেন?

  নির্বাচনে পর্যবেক্ষকদের কাজ কী? তারা কী ভূমিকা রাখেন? ব্যাখ্যা করেছেন বিবিসি বাংলার নাগিব বাহার।

  View more on youtube
 19. নির্বাচন নিয়ে তরুণ ভোটারদের আগ্রহ কতটা?

  এবারের সংসদ নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা প্রায় ২ কোটিরও বেশী, যাদের বড় অংশই প্রথমবারের মত ভোট দিচ্ছেন। নির্বাচন নিয়ে তাদের ভাবনা কী?

  প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

  View more on facebook
 20. সিলেটে আওয়ামী লীগের জমায়েত, বিএনপি'র প্রচারণা চলছে

  সিলেট সদরে আসনে বিএনপি দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর এখন শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন।

  অন্য দিকে আওয়ামী লীগ প্রার্থী এ কে আব্দুল মোমেন বিকেলে জমায়েতে বক্তব্য রাখবেন।

  এ আসনে মোট প্রার্থী দশ জন : মাওলানা নাসির উদ্দিন বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইউসুফ আহমদন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি), উজ্জল রায়বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ, খন্দকার আবদুল মুক্তাদীর বিএনপি, প্রনব জ্যোতি পাল বাসদ, মাহবুবুর রহমান চৌধুরী জাতীয় পার্টি, মুহাম্মদ ফয়জুল হক ইসলামী ঐক্যজোট, মোঃ আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বাংলাদেশ মুসলিম লীগ ও মোঃ রেদওয়ানুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পৃষ্ঠা 1 এর মধ্যে 2