চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০ ও বিএনপি ৫টি আসন পেয়েছে। এছাড়া ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে। নির্বাচনের সর্বশেষ আপডেট জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজন।
বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা সহ বিরোধী দলের সব প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়ার কর্মসূচী নেবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তবে কর্মসূচী পালনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান
নির্বাচন উপলক্ষে বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান চলছে এখন
নড়াইল-২ আসন থেকে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর মাশরাফীর প্রতিক্রিয়া
Video content
Video caption: '২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটের সাথে সমঝোতা করবো না''২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটের সাথে সমঝোতা করবো না'
নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি প্রার্থীদের প্রাপ্ত ভোটের পার্থক্য কি অস্বাভাবিক না এটিই প্রত্যাশিত ছিল?
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন
কমিশনারকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান দু’টি বড় দলের সমর্থকের সংখ্যা
কাছাকাছি। কিন্তু দুই দলের প্রাপ্ত ভোটের মধ্যে এত বড় ব্যবধান কীভাবে হলো?
Quote Message: জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই ভোট হয়েছে। এত ভোট তো আর আমরা দেই নি from কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার
জনগণ যেভাবে ভোট দিয়েছে সেভাবেই ভোট হয়েছে। এত ভোট তো আর আমরা দেই নি
নির্বাচনে জয়ের পর মাশরাফী ও তাঁর ভক্তদের প্রতিক্রিয়া
নড়াইল-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের চেয়ে প্রায় ২ লাখ ৬৩ হাজার ভোট বেশি পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নড়াইলে অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফী বিন মোর্ত্তজা।
Quote Message: খেলার মাঠের মতো করেই সফল হতে চাই রাজনীতির মাঠে, তবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটের সাথে সমঝোতা করবো না from মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসনের বিজয়ী প্রার্থী এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক
খেলার মাঠের মতো করেই সফল হতে চাই রাজনীতির মাঠে, তবে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটের সাথে সমঝোতা করবো না
বৈঠক করেছে বিশ দলীয় জোট
বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট আজ এক বৈঠকে নির্বাচনে তাদের ভরাডুবি এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেছে বলে জোটের একজন কেন্দ্রীয় নেতা বিবিসি'কে জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবিসি বাংলার ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিটের রেডিও অনুষ্ঠান: প্রবাহ
ফেসবুকে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান প্রবাহ'র লাইভ স্ট্রিমিং
৩০শে ডিসেম্বর ভোট গ্রহণের দিনই পঞ্চাশ জনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন শুধু নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।
Video content
Video caption: ইসি'তে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন মাহবুবউদ্দিন খোকনইসি'তে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন মাহবুবউদ্দিন খোকন
শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি
কেকিয়াং।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং যুয়ো দুপুরে গণভবনে
প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় এই শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন বলে খবর প্রকাশ
করেছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’।
ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পেইজ থেকে নেয়া।
বিএনপি'র গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর আজ সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা।
এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের
ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।
বিবিসিCopyright: বিবিসি
বিরোধী দল সম্পর্কে প্রধানমন্ত্রী
এবারের নির্বাচনে বিজয়ের পর প্রথাগত সংঘাতের রাজনীতির অবসান
ঘটানোর উদ্যোগ নিতে চান কি না, সে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী
দলের সাথে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত।”
বিএনপির সাথে জামাতে ইসলামীর সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে তাদের সন্ত্রাসী দল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তবে বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসের জন্য কেউ উন্নয়নের
সুফলবঞ্চিত হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“নির্বাচনের আগে তাদের (বিএনপি'র) সাথে আলোচনা করেছি আমি, তাদের সব দাবি মেনে
নেয়া হয়েছে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে।"
"এখন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয়া হবে না। আমাদের একমাত্র
লক্ষ্য উন্নয়ন। আমাদের উন্নয়ন সবার জন্য, দেশের সব মানুষের জন্য।”
নির্বাচনের ফলের বিপক্ষে আইনগত পদক্ষেপ নেবে বিএনপি
গতকাল রাতেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে জানিয়েছেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও
রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।
বিএনপি’র নীতির্নিধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকের
পর তিনি এ কথা জানিয়ছেন।
ব্রেকিংবিবিসির ভিডিও সম্পর্কে যা বললেন শেখ হাসিনা
ভোট শুরু আগে ব্যালট বাক্স ভরা ভিডিওর ব্যাপারে বিবিসি'র সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: "ওইটা এখনের নির্বাচনের ভিডিও না। ওইটা পুরনো নির্বাচনের সময় তোলা একটি ভিডিও। ওইটা হচ্ছে মেয়র নির্বাচনের সময় তোলা ছবি।"
শেখ হাসিনা আরো বলেন, "কিন্তু এমন অভিযোগ আসলে, নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট বাতিল করে দেন। কোন অনিয়ম হলে স্থগিত করা হয়।... এমন কিছু আমরা সমর্থন করি না। কিন্তু যদি ঘটে যায়, আমরা একশন নেই।"
Quote Message: ৪০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে একটি-দুটি অনিয়মের ঘটনার ওপর ভিত্তি করে আপনি কীভাবে বলতে পারেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি? from শেখ হাসিনা প্রধানমন্ত্রী
৪০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে একটি-দুটি অনিয়মের ঘটনার ওপর ভিত্তি করে আপনি কীভাবে বলতে পারেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি?
'নির্বাচনে জালিয়াতির অভিযোগ যাচাই করবে নির্বাচন কমিশন'
রয়টার্সের একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “গতকাল নির্বাচন
কমিশনের মুখপাত্র বলেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে ভোট কারচুপির অভিযোগ এসেছে।
কমিশন সেসব অভিযোগ তদন্ত করতে চাইলে সরকারের ভূমিকা কী হবে?”
প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তরে বলেন, “নির্বাচন সম্পর্কে
যে কোনো ধরণের অভিযোগ সম্পর্কে তদন্ত করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। সরকার
সেবিষয়ে নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন ও সহায়তা করবে।”
Post update
নির্বাচন সম্পর্কে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন
পর্যবেক্ষকদের সাথে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশনের কাছে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ
নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এবং বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।
তিনি অভিযোগ করেছেন যে তার নির্বাচনী এলাকা (নোয়াখালী-১) এবং
সারাদেশে ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে।
Quote Message: এই নির্বাচন জাতির সাথে প্রতারণা এবং সংবিধানের লঙ্ঘন। from মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এবং বিএনপি নেতা
এই নির্বাচন জাতির সাথে প্রতারণা এবং সংবিধানের লঙ্ঘন।
গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি
Quote Message: টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে আমরা সারাদিন নির্বাচনের খবর দেখেছি। কোনো জায়গাতেই আমরা দেখিনি যে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে। সুতরাং নির্বাচনের গ্রহণযোগ্যতা অবশ্যই আছে।" from কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার
টেলিভিশন এবং পত্রপত্রিকার মাধ্যমে আমরা সারাদিন নির্বাচনের খবর দেখেছি। কোনো জায়গাতেই আমরা দেখিনি যে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে। সুতরাং নির্বাচনের গ্রহণযোগ্যতা অবশ্যই আছে।"
বিবিসিCopyright: বিবিসি
বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে কথা বলবেন শেখ হাসিনা
নির্বাচন সম্পর্কে কিছুক্ষণের মধ্যে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সাথে গণভবনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
শেখ হাসিনাকে ভূটানের রাজার অভিনন্দন
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, নির্বাচনে জয়লাভ করায় ভূটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে চিঠি পাঠিয়ে শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বিপাক্ষিক
সম্পর্কে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ভূটানের চতুর্থ
রাজা।
সরাসরি রিপোর্টিং
time_stated_uk
ব্রেকিংঐক্যফ্রন্টের নতুন কর্মসূচী ঘোষণা
বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা সহ বিরোধী দলের সব প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়ার কর্মসূচী নেবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তবে কর্মসূচী পালনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান
নির্বাচন উপলক্ষে বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান চলছে এখন
ব্রেকিংবিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান
নির্বাচন উপলক্ষে নিয়মিত আয়োজনের বাইরে বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান সরাসরি শুনতে নিচের লিঙ্কে যেতে পারেন
https://www.bbc.com/bengali/bbc_bangla_radio/liveradio
নির্বাচনে জয়ের পর যা বললেন মাশরাফী
নড়াইল-২ আসন থেকে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর মাশরাফীর প্রতিক্রিয়া
Video content
নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি প্রার্থীদের প্রাপ্ত ভোটের পার্থক্য কি অস্বাভাবিক না এটিই প্রত্যাশিত ছিল?
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান দু’টি বড় দলের সমর্থকের সংখ্যা কাছাকাছি। কিন্তু দুই দলের প্রাপ্ত ভোটের মধ্যে এত বড় ব্যবধান কীভাবে হলো?
নির্বাচনে জয়ের পর মাশরাফী ও তাঁর ভক্তদের প্রতিক্রিয়া
নড়াইল-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের চেয়ে প্রায় ২ লাখ ৬৩ হাজার ভোট বেশি পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নড়াইলে অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফী বিন মোর্ত্তজা।
বৈঠক করেছে বিশ দলীয় জোট
বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট আজ এক বৈঠকে নির্বাচনে তাদের ভরাডুবি এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেছে বলে জোটের একজন কেন্দ্রীয় নেতা বিবিসি'কে জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবিসি বাংলার ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিটের রেডিও অনুষ্ঠান: প্রবাহ
ফেসবুকে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান প্রবাহ'র লাইভ স্ট্রিমিং
নোয়াখালী-১ আসনের প্রার্থীর অভিযোগ
৩০শে ডিসেম্বর ভোট গ্রহণের দিনই পঞ্চাশ জনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিলেন।
তবে নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন শুধু নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।
Video content
শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং যুয়ো দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় এই শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’।
ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পেইজ থেকে নেয়া।
বিএনপি'র সংবাদ সম্মেলন
বিএনপি'র গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর আজ সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা।
এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।
বিরোধী দল সম্পর্কে প্রধানমন্ত্রী
এবারের নির্বাচনে বিজয়ের পর প্রথাগত সংঘাতের রাজনীতির অবসান ঘটানোর উদ্যোগ নিতে চান কি না, সে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলের সাথে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত।”
বিএনপির সাথে জামাতে ইসলামীর সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে তাদের সন্ত্রাসী দল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
তবে বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসের জন্য কেউ উন্নয়নের সুফলবঞ্চিত হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“নির্বাচনের আগে তাদের (বিএনপি'র) সাথে আলোচনা করেছি আমি, তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে।"
"এখন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয়া হবে না। আমাদের একমাত্র লক্ষ্য উন্নয়ন। আমাদের উন্নয়ন সবার জন্য, দেশের সব মানুষের জন্য।”
নির্বাচনের ফলের বিপক্ষে আইনগত পদক্ষেপ নেবে বিএনপি
গতকাল রাতেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে জানিয়েছেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।
বিএনপি’র নীতির্নিধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকের পর তিনি এ কথা জানিয়ছেন।
ব্রেকিংবিবিসির ভিডিও সম্পর্কে যা বললেন শেখ হাসিনা
ভোট শুরু আগে ব্যালট বাক্স ভরা ভিডিওর ব্যাপারে বিবিসি'র সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: "ওইটা এখনের নির্বাচনের ভিডিও না। ওইটা পুরনো নির্বাচনের সময় তোলা একটি ভিডিও। ওইটা হচ্ছে মেয়র নির্বাচনের সময় তোলা ছবি।"
"কিন্তু এখানে আমি মনে করি না এমন কোন ঘটনা ঘটেছে।"
তবে চট্টগ্রামে বিবিসি'র ক্যামেরায় তোলা নতুন ফুটেজ সম্পর্কে তিনি বলেন: "ওই একটা ভিডিও-ই সঠিক। কিন্তু বাকিটা ফ্যাব্রিকেটেড।"
শেখ হাসিনা আরো বলেন, "কিন্তু এমন অভিযোগ আসলে, নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট বাতিল করে দেন। কোন অনিয়ম হলে স্থগিত করা হয়।... এমন কিছু আমরা সমর্থন করি না। কিন্তু যদি ঘটে যায়, আমরা একশন নেই।"
'নির্বাচনে জালিয়াতির অভিযোগ যাচাই করবে নির্বাচন কমিশন'
রয়টার্সের একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “গতকাল নির্বাচন কমিশনের মুখপাত্র বলেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে ভোট কারচুপির অভিযোগ এসেছে। কমিশন সেসব অভিযোগ তদন্ত করতে চাইলে সরকারের ভূমিকা কী হবে?”
প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তরে বলেন, “নির্বাচন সম্পর্কে যে কোনো ধরণের অভিযোগ সম্পর্কে তদন্ত করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। সরকার সেবিষয়ে নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন ও সহায়তা করবে।”
Post update
নির্বাচন সম্পর্কে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সাথে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশনের কাছে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ
নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এবং বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।
তিনি অভিযোগ করেছেন যে তার নির্বাচনী এলাকা (নোয়াখালী-১) এবং সারাদেশে ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে।
গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি
বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে কথা বলবেন শেখ হাসিনা
নির্বাচন সম্পর্কে কিছুক্ষণের মধ্যে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সাথে গণভবনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনাকে ভূটানের রাজার অভিনন্দন
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, নির্বাচনে জয়লাভ করায় ভূটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে চিঠি পাঠিয়ে শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ভূটানের চতুর্থ রাজা।