Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

সরাসরি রিপোর্টিং

time_stated_uk

 1. নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

  দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার জানিয়েছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৭ই মার্চ মুজিব জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা ছিল – সে দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর বেরুনোর পর তা পিছিয়ে দেয়া হয়েছে।

  তিনি জানান, এর ফলে আগামী সপ্তাহে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর পিছিয়ে দেয়া হচ্ছে।

 2. করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলোয় ভিসা দেয়া বন্ধ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলোয় বাংলাদেশের ভিসা দেয়া বন্ধ করা হয়েছে।

  তিনি বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

  মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন এমনভাবে করা হবে, যাতে জনগণ ঝুঁকির মুখে না পড়ে।

  শেখ হাসিনা
 3. করোনাভাইরাস: যাদের ডায়াবেটিস, হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা আছে তাদের কী করতে হবে?

  করোনাভাইরাস: যাদের ডায়াবেটিস, হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা আছে তাদের কী করতে হবে?

  জানতে পড়ুন বিবিসি বাংলার এই প্রতিবেদনটি

  করোনাভাইরাস
 4. মাস্ক ও স্যানিটাইজারের দাম বেশি নেয়ায় ফার্মেসি সিলগালা

  মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় গুলশানের দুইটি ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  সোমবার গুলশানে একটি বিশেষ অভিযানে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

 5. ১৭ই মার্চের অনুষ্ঠান স্থগিত করা নিয়ে মোদীকে শেখ হাসিনার চিঠি

  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ১৭ই মার্চ প্যারেড গ্রাউন্ডে জনসমাগম অনুষ্ঠান না হওয়ার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিদেশি যে অতিথিরা আমন্ত্রিত ছিলেন, তাদের জানানো হয়েছে।

  ''বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠিতে করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়ানোর বিষয়সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।''

  মি. মোমেন বলছেন, এখন বাংলাদেশে আসা না আসার ব্যাপারে ভারত তাদের সিদ্ধান্ত নেবে।

 6. 'নতুন আক্রান্ত পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না'

  বিবিসিকে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি।

  ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারদান জাং রানা বলেছেন, বাংলাদেশে সামনে আরো নতুন করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেলে অবাক হবার কিছু থাকবে না।

  বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ করোনাভাইরাস মোকাবেলায় একেবারে প্রাথমিক স্তরে আছে। এখন দ্রুত পরবর্তী ধাপে যেতে হবে। যেখানে সবচেয়ে গূরুত্বপূর্ণ সংস্পর্শজনিত ব্যাপার।

  আক্রান্ত কাউকে পেলেই সে যেন অন্য কারো সংস্পর্শে না আসে সেটা নিশ্চিত করার কথা বলেন তিনি।

  করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন বারদান জাং রানা।

  View more on youtube
 7. বাংলাদেশ ও ওমানের ম্যাচ স্থগিত

  বাংলাদেশ ও ওমানের মধ্যকার ফিফা ও এএফসি বাছাইপর্বের একটি ম্যাচ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনস। এটি ওমানে হওয়ার কথা ছিল।

  বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ও যোগাযোগের প্রধান অমিত আহমেদ।

  ম্যাচটি ৩১শে মার্চ হওয়ার কথা ছিল। এখন জুনের আগে এএফসির কোনো ম্যাচ হবে না।

 8. মাস্কসহ অন্যান্য পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাস্কসহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে। এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

  করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশের ঔষধের দোকানগুলোয় হাতের জীবাণুনাশক এবং মাস্কের সংকট দেয়া দিয়েছে। অনেক স্থানে কয়েকগুণ চড়া দামে মাস্ক বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।

  মাস্কপরা মানুষজন
 9. করোনাভাইরাস হটলাইন: ১৬২৬৩

  আইইডিসিআর জানাচ্ছে, চলমান হটলাইন নম্বরগুলোর পাশাপাশি, ডেঙ্গু মৌসুমে চালু করা ১৬২৬৩ হটলাইন নম্বরটিকেও করোনাভাইরাস ইস্যুতে ব্যবহার করা হবে এখন থেকে।

  সেই সাথে অব্যহত চাপ কমাতে শিগগিরই জানিয়ে দেয়া হবে আরো ৮টি নতুন নম্বর।

  এছাড়া পুরনো হটলাইন নম্বরগুলোও চালু থাকবে। এগুলো হলো:

  • ০১৯৩৭০০০০১১
  • ০১৯৩৭১১০০১১
  • ০১৯২৭৭১১৭৮৪
  • ০১৯২৭৭১১৭৮৫
  করোনাভাইরাস হটলাইন: ১৬২৬৩
 10. বিমানবন্দর থেকে দুই জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে

  করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ইতালি ফেরত দুই বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।

  তাদেরকে কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

  বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের মধ্যে অসুস্থতার উপসর্গ পাওয়া গেলে আইসোলেশনে পাঠানো হয়।

  এরা দুজনই পুরুষ এবং ইতালি থেকে দোহা হয়ে দেশে ফিরেছে।

 11. অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করে দিলো বিমান

  কাতার ও কুয়েত বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায়, গন্তব্য দুটিতে চালানো সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকট তৈরি হওয়ায় সারা বিশ্বে চালানো প্রতি সপ্তাহে চলাচলকারী ১৪২টি ফ্লাইটের মধ্যে ৭৪টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

  করোনাভাইরাস, বিমান,
 12. কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন, দেখুন ছবিতে

  বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

  করোনাভাইরাস, সচেতনতা
 13. যেসব লক্ষণ এড়িয়ে যাবেন না

  করোনাভাইরাস
 14. করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৪০ জন স্বেচ্ছা কোয়ারেন্টিনে- স্বাস্থ্য মন্ত্রণালয়

  ইতালি থেকে এসে প্রথম যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে আসা ৪০ জনকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 15. স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি- স্বাস্থ্য মন্ত্রণালয়

  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম বলেছেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি এখনো হয়নি।

  মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, আতঙ্কিত না হয়ে জনগণকে সতর্কতামূলক ব্যবস্থাগুলো মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

  এদিকে, মন্ত্রীপরিষদ বৈঠক থেকে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

 16. করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সরকার গোপন করেছিল- বিএনপি

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, সরকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এতোদিন গোপন রেখেছিল।

  মুজিব শত বর্ষের অনুষ্ঠানে বিদেশিদের অনেকে যখন বাংলাদেশে আসতে অসম্মতি জানিয়েছে তখন সরকার বাধ্য হয়ে তিন জন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  Image caption: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
 17. বাংলাদেশ থেকে কেউ কাতার যেতে পারবে না

  করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান বিবিসিকে এ খবর নিশ্চিত করেছে।

  বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

 18. কাতারে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট বন্ধ

  কাতারে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসাইন।

  তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের উপর কাতার ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 19. বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টি টোয়েন্টি ম্যাচের টিকেট বিক্রি সীমিত করেছে বিসিবি

  করোনাভাইরাসের কারণে আজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচের টিকেট বিক্রি সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, " আমরা জনসচেতনতার স্বার্থে একজনকে একটির বেশি টিকেট দিচ্ছি না।"

  বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, আমরা বিক্রি কমিয়েছি সচেতনতার জন্য যাতে ভীড়টা একটু কম হয়।

  মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল(পুরনো ছবি)
  Image caption: মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দল(পুরনো ছবি)
পৃষ্ঠা 1 এর মধ্যে 2