
লকডাউনে কর্মহীনদের তালিকা হচ্ছে, পাবেন বিশেষ সহায়তা
করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।
Related Video and Audio
RTL
করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।
সরাসরি রিপোর্টিং
রিপোর্ট করছেন রায়হান মাসুদ এবং সায়েদুল ইসলাম
time_stated_uk
করোনাভাইরাস নিয়ে যা কিছু জানতে চান
করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
এই ভাইরাসটি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন
বরিস জনসনের ভাইরাস টেস্ট 'নেগেটিভ'
ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনাভাইরাস টেস্টে 'নেগেটিভ' হয়েছেন।
হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়ার আগে এই টেস্ট করা হয় বলে একজন মুখপাত্র জানিয়েছেন।
তবে তিনি এখনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে না এসে, তিনি লন্ডনের বাইরে চেকোয়ার্সের সরকারি অবকাশ বাড়িতে থাকবেন।
রাশিয়ায় একদিনেই শনাক্ত আড়াই হাজার রোগী
রাশিয়ায় একদিনেই ২৫৫০জন নতুন শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত দেশটিতে ১৮ হাজার ৩২৮ ব্যক্তি সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৫০০ জনই মস্কোতে সংক্রমিত হয়েছে।
Post update
তৃতীয় বিমানে নাগরিকদের ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশেষ বিমানে করে তৃতীয় বারের মতো বাংলাদেশে থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
তৃতীয় চার্টার বিমানে করে কয়েকশো মার্কিন নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের সোমবার যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
এর আগে ৩০শে মার্চ ও ৫ই এপ্রিল দুইটি বিমানে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৯ হাজার ৪০০ নাগরিককে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
কর্মীদের বেতন কাটছে প্রতিষ্ঠান, কারখানা লে-অফ
বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে কার্যত লকডাউন চলাকালেই কিছু প্রতিষ্ঠান কর্মীদের বেতন কাটছে কিংবা অর্ধেক বেতন দিচ্ছে, এমনকি বেতন দিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে তৈরি পোশাক কারখানাসহ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে লে-অফ বা সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
যদিও সরকার এর আগে কর্মীদের বেতন না কাটা এবং কর্মী ছাটাই না করার নির্দেশনা দিয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে সরকারকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
দিনমজুর, হোটেল শ্রমিক নির্মাণ শ্রমিকের হিসাবে সহায়তার অর্থ যাবে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মটর শ্রমিক ও নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
তাদের হিসাবে এককালীন নগদ অর্থ সরাসরি পাঠানো হবে।
এই খাতে ৭৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মীদের জন্য বিশেষ বীমা
করোনাভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে যারা প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের জন্য বিশেষ বীমার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্য বীমা। মৃত্যুর ক্ষেত্রে এটি পাঁচগুণ হবে।
স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৭৫০ কোটি টাকা।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্য বা অন্য যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা এই বীমার আওতায় থাকবে।
এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় প্রত্যক্ষভাবে যে সরকারি স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাদের জন্য বিশেষ সম্মানির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ সম্মানিতে বরাদ্দ ১০০ কোটি টাকা
করোনাভাইরাস মোকাবেলায় প্রত্যক্ষভাবে যে সরকারি স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাদের জন্য বিশেষ সম্মানির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানিয়েছেন।
আক্রান্ত ব্যক্তির পরিচয় কি প্রকাশ করা উচিৎ?
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, রোগীর পরিচয় প্রকাশ করা চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতা-বিরোধী।
তিনি আরও বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত কোন দেশই রোগীর পরিচয় প্রকাশ করছে না।
তারা পরিচয় প্রকাশ করছেন না কেন সে সম্পর্কে আরও ব্যাখ্যা দিয়ে মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলছেন, "এখানে রোগীর ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি চলে আসে। বাংলাদেশে মানুষজন অনেক সময় সংবেদনশীল আচরণ করে না।"
পুরো প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন
ভীড় এড়াতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ
করোনাভাইরাসের পরিস্থিতিতে ভীড় এড়াতে ১০টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ বিবিসি বাংলাকে বলছেন, ''১০ টাকা কেজি দরে যেসব স্থানে চাল বিক্রি করা হচ্ছে, সেখানে অনেক ভীড় হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।''
''তাই ভীড় ও জনসমাগম এড়াতে সরকারি সিদ্ধান্তে আপাতত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি বন্ধ রাখা হচ্ছে।'' তিনি জানান।
তবে এই সিদ্ধান্তে তৃণমূল মানুষ সমস্যায় পড়বে কিনা, জানতে চাইলে তিনি বলছেন, যদি সেরকম সমস্যায় যদি কেউ পড়েন, প্রশাসনকে জানালে তাদের সমাধানের ব্যবস্থা করা হবে। এছাড়া এই কর্মসূচী ছাড়াও তৃণমূল মানুষের জন্য আরো বেশ কয়েকটি কর্মসূচী আছে, বেসরকারিভাবেও সহায়তা করা হচ্ছে।
৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক
করোনাভাইরাসের কারণে কৃষকরা ৪ শতাংশ সুদ হারে ঋণ পাবেন।
আগে ৫ শতাংশ হারে ঋণ দেয়ার ঘোষণা দেয়া হলেও আজ তা কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এই ঘোষণা দিয়েছে।
কৃষকদের চলতি মূলধন দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে পরিচালনার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
লকডাউন উঠে যাওয়ার পর উহানের জীবন
কাজে ফিরছে মানুষ। গত ৮ই এপ্রিল লকডাউন উঠিয়ে নেয়া হয় করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান থেকে। সেখানে ধীরে ধীরে আবার সচল হচ্ছে কারখানা। ফেস মাস্ক পরে প্রায় দুমাস পর আবারো কাজ করতে দেখা যাচ্ছে হোন্ডা প্ল্যান্টে।
করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত সাড়ে ১৮ লাখ
সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ১১ জন।
মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৭৯ জনের।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে- ৫ লাখ ৫৭ হাজার ৫৯০ জন। মৃত্যুও বেশি হয়েছে এই দেশে, ২০ হাজার ৪৫৭ জনের।
এরপরে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জন। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় দেশ হচ্ছে ইতালি-১৯ হাজার ৮৯৯জন। যদিও ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন।
নমুনা সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে ৪৪টি বুথ
দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে নমুো সংগ্রহ করার জন্য সারা দেশের বিভিন্ন স্থানে বুথ স্থাপন করা হচ্ছে।
সোমবার দেশের বিভিন্ন স্থানে মোট ৪৪টি বুথ স্থাপন করা হয়েছে।
যাদের করোনাভাইরাসের নানা উপসর্গ রয়েছে, তারা এসে এসব বুথে পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন। স্বাস্থ্য বিধি মেনে কর্মকর্তারা এখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ৮টি, নারায়ণগঞ্জে ৮টি মিলিয়ে সর্বমোট ৪৪টি বুথ চালু করা হয়েছে।
পর্যায়ক্রমে সারা দেশে ৩২০টি বুথ স্থাপন করা হবে।
মসজিদে জমায়েতের প্রতিবাদ করে প্রাণ হারালেন যুবক
গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচজনের বেশি একসাথে মসজিদে নামাজ পড়ার প্রতিবাদ করে আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সম্প্রতি মসজিদে জামাতে সর্বোচ্চ পাঁচজন অংশ নিতে পারবে বলে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার জুমার নামাজের ক্ষেত্রে এই সংখ্যা দশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ. সাইদুর রহমান খান জানিয়েছেন, "সুজন শেখ নামের ২৫ বছর বয়সী এক যুবক গত রাতে এশা'র নামাজ পড়ার সময় কয়েকজনকে বলেছে পাঁচ জনের বেশি নামাজ পড়ো না। যেহেতু সরকারের একটা নির্দেশনা আছে। অন্য গ্রুপের কথা হল পড়লে অসুবিধা কী? ওই জামাতে পাঁচজনের বেশি লোক গিয়েছিল। ছেলেটা তখন প্রতিবাদ করেছিল। এটা নিয়ে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।"
"এই কথা কাটাকাটির জেরে পরদিন ফজরের নামাজের পরপর মসজিদের আশপাশে দাড়িয়ে থাকা সুজন শেখের উপর হামলা চালায় অপর পক্ষের লোকজন।"
রাজধানীতে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি, বালাই নেই সামাজিক দূরত্বের
Video content
ভারতের লকডাউন নিয়ে নতুন ঘোষণা আসবে নরেন্দ্র মোদীর ভাষণে
ভারতে করোনাভাইরাস মোকাবিলায় যে 'সম্পূর্ণ লকডাউন' জারি হয়েছে, তা কোন আকারে সম্প্রসারিত করা হবে তা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তিন সপ্তাহ ব্যাপী প্রথম দফার ওই লকডাউন মঙ্গলবার মধ্যরাতেই শেষ হওয়ার কথা।
তার আগে সেদিন সকাল দশটায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে।
ধারণা করা হচ্ছে, এই দফায় অর্থনৈতিক স্বার্থে কোনো কোনো খাতকে লকডাউন থেকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।
সামাজিক দূরত্ব রক্ষা না হওয়ায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি?
হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা দিতে পারে না, ঘরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ''আপনারা জানেন, এর মধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে।''
''বাইরে ঘোরাফেরা করলেই সংক্রমণ হবে। সেটা যাতে না বাড়ে, আমাদের খেয়াল করতে হবে। আমরা আমাদের হাসপাতাল মজবুত করছি। কিন্তু আমাদের বুঝতে হবে, হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা কোন দেশই দিতে পারে না।''
''আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে, কোভিড মোকাবেলার মূল অস্ত্র, ঘরে থাকা, সেটা করতে হবে।''