
যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি প্রত্যাহার
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।
Related Video and Audio
RTL
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।
সরাসরি রিপোর্টিং
রিপোর্ট করছেন মিজানুর রহমান খান
time_stated_uk
যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি প্রত্যাহার
যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন কোভিড-১৯ রোগের জরুরি চিকিৎসার জন্যে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসছিলেন।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
তারা বলছে, কোভিড-১৯ রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের ব্যবহার যে খুব একটা কার্যকর সেটা বিশ্বাস করার মতো কোন কারণ পাওয়া যায়নি।
ম্যালেরিয়ার চিকিৎসায় এই দুটো ওষুধ দীর্ঘ কাল ধরে ব্যবহার করা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এর পক্ষে প্রচারণা চালিয়ে বলেছেন তিনি নিজেও এই ওষুধ গ্রহণ করেছেন।
ডাক্তাররা বলেছেন, এর ব্যবহারের ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে।
Post update
বিস্তারিত পড়তে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন:
‘হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু ফৌজদারি অপরাধ’
এবার মুখে মাস্ক পরার বিধানও শিথিল
অস্ট্রিয়ায় মুখে মাস্ক পরার বিধান শিথিল করা হয়েছে।
এখন থেকে দোকানপাটে গেলে আর মাস্ক পরতে হবে না।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত এপ্রিল মাসে অস্ট্রিয়ায় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল।
তবে এখনও গণপরিবহনে ও ট্যাক্সিতে চড়ার সময় মাস্ক পরতে হবে। ফার্মেসি, ক্লিনিক ও হাসপাতালে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক।
তবে স্বাস্থ্যমন্ত্রী লোকজনকে অনুরোধ করেছেন সবসময় সাথে মাস্ক রাখতে এবং ভিড় দেখলে সেটা মুখে পরে নিতে।
তিনি বলেছেন, সংক্রমণের হার বেড়ে গেলে মাস্ক পরা আবারও বাধ্যতামূলক করা হতে পারে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে অস্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭৮ জনের মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের সবশেষ খবর
ইরানে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে পর পর দু’দিন শতাধিক মানুষের মৃত্যু হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রবিবার মারা গেছে ১১৩ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮,৯৫০।
এই একই সময়ে ২,৪৪৯ জন আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।
সরকারের একজন মুখপাত্র আলী রাবেই বলেছেন, দ্বিতীয় দফায় সংক্রমণের খুব একটা আশঙ্কা নেই।
তবে তিনি বলছেন ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা কঠোর সিদ্ধান্ত আবারও প্রয়োগ করবেন।
কাতারে লকডাউনের বিধি-নিষেধ তুলে নেওয়ার প্রথম ধাপ শুরু হয়েছে।
খুলে দেওয়া হতে পারে পাঁচশোর মতো মসজিদ। তবে তারা জানিয়েছে যে শুক্রবারের জুম্মার নামাজ এখনই শুরু হচ্ছে না।
যেসব দোকানের আয়তন কমপক্ষে ৩০০ বর্গ মিটার সেগুলো সপ্তাহের ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে খোলার অনুমতি দেওয়া হয়েছে।
মিশরে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সব বিমানবন্দর খুলে দেওয়া হবে ১লা জুলাই।
বেসরকারি বিমান চলাচল বিষয়ক মন্ত্রী বলেছেন, যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
যেসব দেশে সংক্রমণের হার খুব বেশি সেসব দেশ থেকে আসা যাত্রীদের যাত্রা শুরুর আগেই পরীক্ষা করাতে হবে।
ভারতের চেন্নাই শহরে লকডাউন ঘোষণা
ভারতে তামিলনাডু রাজ্য সরকার বেশ কয়েকটি অঞ্চলে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে যা জুন মাসের শেষ নাগাদ জারি থাকবে।
রাজ্য সরকারের এক টুইট বার্তায় বলা হয়েছে, “চেন্নাই, থিরুভাল্লুর, চেঙ্গালপেট এবং কাঞ্চিপুরম ১৯শে জুন থেকে সম্পূর্ণ লকডাউনে থাকবে।”
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি বলছে, সম্প্রতি চেন্নাই এর বস্তিগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। রবিবার এই শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রায় দেড় হাজার লোককে শনাক্ত করা হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার।
চেন্নাই, যা আগে মাদ্রাজ নামে পরিচিত ছিল, সেখানে প্রায় দেড় কোটি লোকের বাস।
সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও ভারতে কেন্দ্রীয় সরকার কয়েক সপ্তাহ আগে থেকে করোনাভাইরাসের বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে।
ভারতে আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ৩২ হাজার। মারা গেছে প্রায় ১০ হাজার।
করোনাভাইরাস ঠেকাতে চীনে আবারও ‘যুদ্ধাবস্থা’
চীনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপয়েন্ট এবং বাসিন্দাদেরকেও করোনাভাইরাস পরীক্ষার আদেশ দেওয়া হয়েছে।
বেইজিং-এ সম্প্রতি কিছু সংক্রমণের ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হলে এসব ব্যবস্থা নেওয়া হয়।
খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সুপারমার্কেট ও অফিসগুলোতে তাপমাত্রা মাপার।
সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখানে আবারও যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।
শুধু লাল জোনে সাধারণ ছুটি
করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হয়েছে তার মধ্যে শুধু লাল জোনের অফিসগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এই জোনে বসবাসকারী চাকুরিজীবীরাও এই ছুটির আওতায় থাকবেন।
তবে হলুদ ও সবুজ জোনগুলোতে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছিল সেগুলোতে ৩০শে জুন পর্যন্ত একইভাবে অফিস চলবে।
তবে সোমবার আগের দিকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, “লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক বা অসামরিক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।”
পরে সেটা পরিবর্তন করে শুধু লাল জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আরো যেসব নির্দেশনা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে:
ব্রিটেনে ক্রেতারা দোকানপাটে হুমড়ি খেয়ে পড়ছে
প্রায় তিন মাস পর ব্রিটেনে আজ সোমবার থেকে দোকান-পাট খুলে দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের জারি করা লকডাউনে এসব বন্ধ করে দেওয়া হয়েছিল।
আজ প্রথম দিনে প্রচুর লোকজনকে দোকানের সামনে ভিড় করতে দেখা যায়।
কোথাও কোথাও ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখায় দোকানের সামনে লম্বা লাইনের সৃষ্টি হয়। আবারও কোথাও কোথাও সামাজিক দূরত্বের বিষয়টি তারা তোয়াক্কাই করেনি।
এখানে এরকম কিছু ছবি:
করোনা ভাইরাস: পুলিশের শরীর চাঙ্গা রাখতে অভিনব উদ্যোগ
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
গত ১৭ই মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার।
গত এপ্রিলে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই ছুটি আরও বাড়ানো হবে।
তবে এই সময়ের মধ্যে অনলাইনে পাঠ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মি. খায়ের।
করোনাভাইরাস গাইড: ব্যাখ্যা-বিশ্লেষণ ও টিপস
করোনাভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য এবং টিপস পেতে চোখ রাখুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টে
ব্রেকিংবাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে
গত ২৪ ঘণ্টায় ৩০৯৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৮ জন।
দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮টি পরীক্ষাগারে ১৫,০৩৮টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে।
এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।
মৃত্যু হয়েছে মোট ১২০৯ জনের।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৪০২৭ জন।
নতুন করে ১৫,২৯৭ জন সুস্থতার তালিকায় যুক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ৬ জন।
বয়সের হিসাবে:
২১-৩০ বছর বয়সী ৩ জন।
৩১-৪০ বছর বয়সী ৩ জন।
৪১-৫০ বছর বয়সী ৭ জন।
৫১-৬০ বছর বয়সী ৫ জন।
৬১-৭০ বছর বয়সী ১৫ জন।
এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ জন, চট্টগ্রামের বাসিন্দা ১২ জন, সিলেটের ৬ জন এবং বরিশাল ও রংপুরে ১ জন করে মৃতুবরণ করেছেন।
এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন দুইজন।
একদিকে মৃত্যুর খবর পাই অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয় এটাই আমাদের জীবন: শেখ হাসিনা
হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটা হবে ফৌজদারি অপরাধ: হাইকোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত কেউ হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
আজ স্বাস্থ্য সংক্রান্ত এমন ১০ দফা নির্দেশনা দিয়েছে আদালত।
সেখানে বলা হয়েছে কোন রোগী অবহেলায় মারা গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া আইসিইউ মনিটরিং এর জন্য হটলাইন চালু। সেইসঙ্গে শয্যা ব্যবস্থাপনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেয় হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউ ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অক্সিজেন সিলিন্ডার খুচরা পর্যায়ে বিক্রি বন্ধ করার পাশাপাশি একটি কমিটি গঠন করে এর মূল্য নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে। ওই কমিটিতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সদস্যরা থাকবেন।
৫০ শয্যার বেশি যে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটার একটি মনিটরিং রিপোর্ট ১৫ দিন পর পর আদালতে দাখিল করতে বলা হয়েছে।
ইংল্যান্ড ও ফ্রান্সে লকডাউন শিথিল
ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে অনন্য উদাহরণ ভিয়েতনাম
ভিয়েতনামের সঙ্গে চীনের সাথে দীর্ঘ সীমান্ত থাকা সত্ত্বেও দেশটিতে এ পর্যন্ত একজনও করোনাভাইরাস শনাক্ত হয়ে মারা যাননি।
প্রায় ১০ কোটি জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।
মধ্যম আয়ের দেশটি কিভাবে তাদের আক্রান্তের হার এতোটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে?
বিশেষজ্ঞরা বলছেন যে, এই প্রাদুর্ভাব দেখা দেয়ার একদম প্রথম দিকেই ভিয়েতনাম সরকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। তার আগে তারা চীনের সাথে সব সীমান্ত বন্ধ করে দেয়।
সীমান্ত এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে স্বাস্থ্য পরীক্ষা বাড়ানো শুরু করে।
এসব ব্যবস্থা কার্যকর করতে অন্যান্য দেশ কয়েক মাস পর্যন্ত সময় ব্যয় করেছিল।
মার্চের মাঝামাঝি সময়ে ভিয়েতনামে যারা বাইরের দেশ থেকে প্রবেশ করেছেন এবং যারা কোভিড-১৯ পজিটিভ রোগীদের সংস্পর্শে এসেছেন তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়ে দেন।
এই নির্দেশনাগুলো কার্যকর করতে প্রতিটি পর্যায় তারা কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে।
অন্যান্য দেশের জন্য ভিয়েতনামে করোনাভাইরাস প্রতিরোধের অনন্য উদাহরণ হয়ে উঠলেও তাদের সাফল্য থেকে শিখতে অনেক দেরি হয়ে গেছে।
আজ থেকে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক
ইংল্যান্ডে যাত্রীরা এই বিধিনিষেধ না মানলে ১০০ পাউন্ড জরিমানা
ব্রিটেনে গণপরিবহনে চলাচলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আজ থেকে চালু হচ্ছে এই বিধিনিষেধ।
জনগণ যাতে এই বিধিনিষেধ ঠিকভাবে মেনে চলে সেজন্য বাস এবং রেলস্টেশনগুলোতে তিন হাজারের বেশি অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।
যারা মাস্ক পরে থাকবে না তাদেরকে পরতে বলা হবে।
তারপরও যদি তারা মাস্ক না পরে তাহলে তাদের গণপরিবহনে চড়তে দেয়া হবে না। এমনকি তাদের ১০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।
তবে যাদের কিছু বিশেষ শারিরীক সমস্যা আছে, যাদের শারিরীক অক্ষমতা রয়েছে এবং যাদের বয়স এগারো বছরের কম তাদের জন্য এই বিধিনিষেধ শিথিল থাকবে।
সরকার বলছে, যাত্রীরা কাপড়ের তৈরি মাস্ক পরতে পারবে। এমনকি ঘরে বানানো মাস্ক বা ব্যানডানাও ব্যবহার করা যেতে পারে মুখমণ্ডল ঢেকে রাখার জন্য।
Post update
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন পুলিশ সদস্য
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য মারা গেছেন বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওই দুই পুলিশ সদস্য হলেন, ৫৫ বছর বয়সী এসআই এস এম মুকুল এবং ৫১ বছর বয়সী কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ।
তারা দুজনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা হবে ট্রেনের বগিতে
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে ট্রেনের ৫০০টি বগিকে ওয়ার্ড হিসেবে ব্যবহার করছে দিল্লি।
শহরটিতে সংক্রমণের হার প্রকট হারে বেড়ে যাওয়ার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই ৫০০টি বগিতে ৮ হাজার শয্যা স্থাপন করা হবে।
রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির জন্য নতুন জরুরী ব্যবস্থার একটি প্যাকেজ ঘোষণা করেছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে কোভিড -১৯ এর দ্রুত পরীক্ষার ওপর। এজন্য নার্সিং হোমগুলোকেও এই টেস্টের আওতায় আনা হবে।
করোনাভাইরাস মহামারীর কারণে ভারতের রেল যোগাযোগ স্থগিত থাকায় ট্রেনের বগিগুলোতে কোয়ারেন্টিন ও আইসোলেশনের জন্য ব্যবহার করা হচ্ছে।