Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

সরাসরি রিপোর্টিং

time_stated_uk

 1. ধন্যবাদ

  জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ ও একে কেন্দ্র করে নানা আয়োজনের খবরাখবর সরাসরি জানাতে এই ছিলো আমাদের আয়োজন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অন্য সব খবর ও ভিডিও পাবেন বিবিসি বাংলার মূল পাতায়।

 2. বাইডেনের মন্ত্রিসভা আমেরিকাকে কতটা প্রতিফলিত করছে

  বাঁ থেকে: জেনেট ইয়েলেন, লয়েড অস্টিন ও ডেব হালান্ড
  Image caption: বাঁ থেকে: জেনেট ইয়েলেন, লয়েড অস্টিন ও ডেব হালান্ড

  প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম মন্ত্রিসভাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৈচিত্রপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  দুশো বছর আগে জর্জ ওয়াশিংটন প্রথম মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন।

  যদিও এ নামে তখন বৈঠক ডাকা হয়নি।

  তবে বৈঠক কক্ষে সবাই ছিলেন শ্বেতাঙ্গ ও পুরুষ।

  অবশ্য প্রথম প্রেসিডেন্ট তার উপদেষ্টাদের মূল্যবোধকে বিবেচনায় নিয়েছিলেন যারা তাকে গুরুত্বপুর্ণ ইস্যুতে পরামর্শ দেবেন এবং আলোচনার টেবিলে ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে আসবেন।

  আর ২০২১ সালে এসে আমেরিকা প্রথম আদিবাসী আমেরিকানকে পেলো কেবিনেট সেক্রেটারি হিসেবে।

  একই সাথে দেশটিতে ন্যাশনাল ইনটেলিজেন্সের ডিরেক্টর হিসেবে যেমন একজন নারীকে পেলো তেমনি হোমল্যান্ড সিকিউরিটি চিফ হিসেবে পেলো প্রথম কোনো ল্যাটিনোকে।

  আবার কেবিনেট সদস্যের মধ্যে একজন সমকামীও রয়েছেন।

  প্রচলিত ঘরানার সুপরিচিত রাজনৈতিক মুখের পরিবর্তে আমেরিকাকে যথাযথ প্রতিফলিত করে এমন সব পক্ষকে সমন্বয় করার একটি চাপ তৈরি হয়েছিলো জো বাইডেনের ওপর।

 3. বাইডেনের শপথ উদযাপন: তারকাদের মনকাড়া পারফরমেন্স

  ফু ফাইটারস, কেটি পেরি, ডেমি লোভাটো ও বন জভির নজরকাড়া পারফরমেন্সের মধ্য দিয়েই শুরু হলো জো বাইডেনের শাসনকাল। যদিও উদযাপন নয় ঐক্যই ছিলো এর থিম, আর সাথে ছিলো করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা।

  উপস্থাপক টম হাঙ্কস বলেছেন," দিনটি আমেরিকান আদর্শের স্বাক্ষ্য দেবে"। ব্রুস স্প্রিংসটিন শুরু করেছিলেন তার ল্যান্ড অফ হোপস অ্যান্ড ড্রিমস দিয়ে।

  জাতীয় সঙ্গীত গেয়েছেন লেডি গাগা।

  মঞ্চ মাতিয়েছেন জেনিফার লোফেজও।

  আর শপথ অনুষ্ঠানে মাত্র ২২ বছর বয়সে কবিতা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কৃষ্ণাঙ্গ কবি আমান্ডা গোরম্যান।

  ওয়াশিংটন মনুমেন্টের সামনে কেটি পেরি
  Image caption: ওয়াশিংটন মনুমেন্টের সামনে কেটি পেরি
  ডেমি লোভাটোর ভার্চুয়াল পারফরমেন্স
  Image caption: ডেমি লোভাটোর ভার্চুয়াল পারফরমেন্স
  জন লিজেন্ড
  Image caption: জন লিজেন্ড
  জো বাইডেন ও জিল বাইডেন কেটি পেরির পারফরমেন্স ও আতশবাজি দেখছেন
  Image caption: জো বাইডেন ও জিল বাইডেন কেটি পেরির পারফরমেন্স ও আতশবাজি দেখছেন
  জেনিফার লোফেজ
  Image caption: জেনিফার লোপেজ
  ব্যাপক প্রশংসা হচ্ছে আমান্ডা গোরম্যানের
  Image caption: ব্যাপক প্রশংসা হচ্ছে আমান্ডা গোরম্যানের
 4. জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের পত্রিকায় জো বাইডেনের শপথ নেয়ার খবর

  জাপানের সংবাদপত্রে জো বাইডেনের শপথ নেয়ার খবর
  Image caption: জাপানের সংবাদপত্রে জো বাইডেনের শপথ নেয়ার খবর
  দক্ষিণ কোরিয়ার পত্রিকায় জো বাইডেনের শপথ নেয়ার খবর
  Image caption: দক্ষিণ কোরিয়ার পত্রিকায় জো বাইডেনের শপথ নেয়ার খবর
  চীনের পত্রিকায় জো বাইডেনের শপথ নেয়ার খবর
  Image caption: চীনের পত্রিকায় জো বাইডেনের শপথ নেয়ার খবর
  বাংলাদেশের পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে জো বাইডেনের শপথ গ্রহণের খবর
  Image caption: বাংলাদেশের পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে জো বাইডেনের শপথ গ্রহণের খবর
 5. প্রেসিডেন্ট হিসেবে শেষ দিন কিভাবে কাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

  হোয়াইট হাউজ ছাড়ছেন ট্রাম্প
  Image caption: হোয়াইট হাউজ ছাড়ছেন ট্রাম্প

  দিনটি শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আর শেষ করেছেন ফ্লোরিডায় একজন সাধারণ নাগরিক হিসেবে। জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে মিস্টার ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়েন।

  একুশ বার গান স্যালুটের মাধ্যমে তাকে বিদায় দেয়া হয় এবং এরপর তিনি শেষ বারের মতো এয়ারফোর্স ওয়ানে চড়ে বসেন।

  তবে যাওয়ার আগে তিনি তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা ঘোষণা করেন।

  নতুন প্রশাসন অবশ্য ইতোমধ্যে জানিয়েছে যে হোয়াইট হাউজ ছাড়ার আগে আধুনিক সময়ের প্রথামতো নতুন প্রেসিডেন্টের জন্য একটি চিঠি রেখে গেছেন মিস্টার ট্রাম্প।

  স্থানীয় সময় আটটার দিকে হোয়াইট হাউস ছাড়ার পর হেলিকপ্টারে করে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।

  পরে সেখান থেকে এয়ারফোর্স ওয়ানে করেই পরিবারের সদস্যদের নিয়ে ফ্লোরিডা যান তিনি।

  এয়ারফোর্স ওয়ানে উঠছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প
  Image caption: এয়ারফোর্স ওয়ানে উঠছেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প
 6. Post update

  পরিবারের সদস্যদের সাথে জো বাইডেন
  Image caption: পরিবারের সদস্যদের সাথে জো বাইডেন
 7. বাইডেনের শপথ নেয়ার দিনটিতে যা যা হলো

  শপথ নিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিস
  Image caption: শপথ নিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিস

  যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।

  আর প্রথম কৃষ্ণাঙ্গ এশিয়ান আমেরিকান নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো:

  * অনুষ্ঠানে পারফর্ম করেছেন লেডি গাগা, জেনিফার লোপেজ ও গার্থ ব্রুকস* আমান্ডা গোরম্যান সবচেয়ে কম বয়সী কবি হিসেবে শপথ অনুষ্ঠানে পারফর্ম করেছেন

  * ঐক্যের ডাক দিয়েছেন জো বাইডেন

  * বাইডেন পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন

  * সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ফ্লোরিডায় পৌঁঁছেছেন

  * শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা

 8. Post update

  আতশবাজি দেখছেন জো বাইডেন ও জিল বাইডেন
  Image caption: আতশবাজি দেখছেন জো বাইডেন ও জিল বাইডেন
  জো বাইডেন ও জিল বাইডেন
  Image caption: জো বাইডেন ও জিল বাইডেন
 9. বাইডেন বললেন: আবারো শিখলাম গণতন্ত্রই মহান

  জো বাইডেন
  Image caption: জো বাইডেন

  শপথ উদযাপনের অংশ হিসেবে আমেরিকা টিভি প্রোগ্রামের সাথে কথা বলেছেন জো বাইডেন।

  তিনি বলেন,"আমরা আবারো শিখলাম যে গণতন্ত্র মহান এবং আমরা আবারো দেখলাম যে গণতন্ত্রের জয় হয়েছে"। বাইডেন বলেন, " ইতিহাসে এমন অনেক মূহুর্ত আছে যেখানে আমরা প্রমাণ করেছি যে আমরা আমেরিকান"।

  তিনি বলেন শালীণতা, মহত্ত্ব ও মহানুভবতার ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে আজকের আমেরিকা।

 10. সেনেটে বাইডেন মন্ত্রিসভার প্রথম অনুমোদন পেলেন কে

  সেনেটে অনুমোদন পাওয়া অ্যাভরিল হেইনস
  Image caption: সেনেটে অনুমোদন পাওয়া অ্যাভরিল হেইনস

  বাইডেন মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে সেনেটে এবং এর মধ্যেই একজনকে অনুমোদন দিয়েছে সেনেট।

  ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে ৮৪-১০ ভোটে অনুমোদন পেলেন অ্যাভরিল হেইনস।

  ৫১ বছর বয়সী হেইনস এ পদে প্রথম নারী।

  তিনি এর আগেও জাতীয় গোয়েন্দা সংস্থার নানা পদে কাজ করেছেন।

  বাইডেন প্রশাসন আরও কয়েকজন কেবিনেট সদস্যের দ্রুত অনুমোদন চাইছিলো কিন্তু অধিবেশন শেষ হওয়াতে আজ আর তা হয়নি।

 11. নির্বাহী আদেশে পাল্টে যাচ্ছে ট্রাম্পের নীতি

  শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশ কিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন জো বাইডেন।

  পরে এক টুইট বার্তায় তিনি বলেন, " সংকট মোকাবেলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনো সময় নেই"।

  প্রেসিডেন্ট বাইডেন যে পনেরটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার প্রথমটিই ছিলো করোনাভাইরাস মোকাবেলা বিষয়ে।

  এর বাইরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন।

  ওভাল অফিসে জো বাইডেন
  Image caption: ওভাল অফিসে জো বাইডেন
 12. দি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এখন অনলাইনে

  ডোনাল্ড ট্রাম্প
  Image caption: ডোনাল্ড ট্রাম্প

  দি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এখন অনলাইনে।

  সাইটটিতে এখন আর্কাইভে থাকা হোয়াইট হাউজের ওয়েবসাইটগুলো ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলোর সংকলন রাখা হয়েছে। মূলত বিদায়ী প্রশাসন সম্পর্কিত নানা কিছু এখানে থাকবে যা সাধারণ মানুষ দেখতে পাবে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি খোলা হয়েছিলো ১৯৪১ সালে সাবেক প্রেসিডেন্ট ফ্রান্কলিন ডি রুজভেল্টের জন্য এবং এরপর থেকে সব প্রেসিডেন্টের এমন একটি করে লাইব্রেরি আছে।

  দেশটির ইতিহাসে ট্রাম্প লাইব্রেরি এ ধরণের পনেরতম।

  তবে আনুষ্ঠানিক ভাবে লাইব্রেরিটি ফ্লোরিডায় স্থাপন করা হবে এবং এজন্য মিস্টার ট্রাম্প তার শুভানুধ্যায়ীদের কাছ থেকে দুই বিলিয়ন ডলার তহবিল তুলতে চান বলে গণমাধ্যমে খবর এসেছে।

 13. Post update

  নিজের প্রশাসনের সদস্যদের ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানের জো বাইডেন
  Image caption: নিজের প্রশাসনের সদস্যদের ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানের জো বাইডেন
 14. Post update

  হোয়াইট হাউজের স্টেট ডাইনিং রুমে নতুন প্রশাসনের কয়েকজনের ভার্চুয়াল শপথ অনুষ্ঠান পরিচালনার পর প্রেসিডেন্ট জো বাইডেন
  Image caption: হোয়াইট হাউজের স্টেট ডাইনিং রুমে নতুন প্রশাসনের কয়েকজনের ভার্চুয়াল শপথ অনুষ্ঠান পরিচালনার পর প্রেসিডেন্ট জো বাইডেন
 15. ইমপিচমেন্ট নিয়ে যা বললেন জো বাইডেনের প্রেস সেক্রেটারি

  হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকিকে প্রশ্ন করা হয়েছিলো যে জো বাইডেন যে ঐক্যের ডাক দিয়েছেন তার মানে সেনেটের ইমপিচমেন্ট শুনানি বাদ দেয়া উচিত কি-না। জবাবে জেন সাকি বলেছেন আমেরিকান জনগণের মতোই সেনেটও একই সাথে অনেকগুলো বিষয় কাজ করতে পারে।

  এক সপ্তাহ আগেই ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিলো, যদিও সেনেটে তার শুনানি এখনো শুরু হয়নি। সেটি হলে এটিই হবে কোন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর বিচারের ঘটনা।

  জেন সাকি বলেন," আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তারা (সেনেট) তাদের সাংবিধানিক দায়িত্বও পালন করতে পারেন"। যদিও তিনি জানিয়েছেন এ মূহুর্তে নতুন প্রেসিডেন্টের দৃষ্টি রাজনীতির চেয়ে আমেরিকান জনগণের সমস্যা সমাধানের দিকেই।

 16. প্রেসিডেন্ট জো বাইডেনের নজিরবিহীন নির্বাহী আদেশ

  ওভাল অফিসে জো বাইডেন
  Image caption: ওভাল অফিসে জো বাইডেন

  শপথ গ্রহনের পর কোনো সময়ের অপচয় না করেই অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন।

  অন্তত পনেরটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন এবং আগামী কয়েকদিনে আরও কিছু আদেশে তিনি স্বাক্ষর করবেন।

  হোয়াইট হাউজে তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প প্রথম দু সপ্তাহে আটটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন আর প্রেসিডেন্ট বারাক ওবামা করেছিলেন নয়টি আদেশে।

 17. প্রথা অনুযায়ী বাইডেনকে চিঠি দিয়ে গেছেন ট্রাম্প

  জেন সাকি
  Image caption: জেন সাকি

  সাম্প্রতিক সময়ের প্রথা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন ওভাল অফিসে।

  প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সাথে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেননা জানিয়ে জেন সাকি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনি কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই।

 18. বাইডেন প্রথম ফোন দিবেন কানাডার প্রধানমন্ত্রীকে

  প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার থেকেই বিদেশী নেতাদের ফোন করতে শুরু করবেন নতুন প্রেসিডেন্ট।

  শুরুতেই তিনি কথা বলবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে।

  তিনি বলেন এ মূহুর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই।

  "তার শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সাথে," বলেছেন জেন সাকি।

 19. হোয়াইট হাউজে বাইডেন প্রশাসনের প্রথম সংবাদ সম্মেলন

  জো বাইডেন শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখন।

  প্রেস সেক্রেটারি জেন সাকি হোয়াইট হাউজ সংবাদদাতাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক মাসের মধ্যে এটিই প্রথম কোনো সংবাদ সম্মেলন হচ্ছে হোয়াইট হাউজ থেকে।

  গত পনেরই ডিসেম্বর সর্বশেষ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব সংবাদ সম্মেলন করেছিলেন।

  জেন সাকি
  Image caption: জেন সাকি
 20. Post update

  জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এবিষয়ে সবশেষ খবর জানাতে বিবিসি বাংলার লাইভ পেজে আপনাদের আবারো স্বাগত।

পৃষ্ঠা 1 এর মধ্যে 2