বিবিসির সাথে গানগল্পে এবারের অতিথি ঢাকার গায়িকা কাজী কৃষ্ণকলি ইসলাম।
আলাপচারিতায় তিনি জানালেন, প্রচলিত ধারাতেই তিনি গান করছেন।
তাঁর মতে, সঙ্গীত বা শিল্পকলার ক্ষেত্রে মৌলিক সৃষ্টির সম্ভাবনা এখন খুবই কম৻ এখন যা হচ্ছে তা হলো পূর্বের সৃষ্টি থেকে উপাদান নিয়ে সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপন করা।
তাই তিনি বাংলা গান নিয়ে নিরীক্ষামূলক কাজ করতে চান৻
তাঁর গানে প্রকৃতি এবং মানব মনের অন্তর্দহন পাশাপাশি অবস্থান করে৻ এর কারণ হিসেবে তিনি জানালেন, প্রকৃতি ও মানুষ থেকে অভিজ্ঞতা নিয়েই গান করছেন।
বিবিসি’র সাথে গানগল্প উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি।