বহু বহু বছর ধরে ইতালির নেপল্স শহরে গড়ে উঠেছে নিজস্ব একটি সঙ্গীতের ধারা – যাকে বলা হয় নিওমেলোডিক স্টাইল।
এই ধরনের সঙ্গীতে বেশিরভাগটাই বেশ সুমধুর ও সুখশ্রাব্য – কিন্তু এর মধ্যেই আবার একটা অংশ আছে যেটা কিছুটা অন্য ধারার, খুব কঠিন।
এই বিশেষ ধরনের সঙ্গীত নেপল্সের মাফিয়া জগতের সঙ্গে সম্পর্কিত, স্থানীয় ভাষায় যাদের বলা হয় কামোরা।
নেপলস শহরে সঙ্গীতের ঠিক কী ভূমিকা পালন করা উচিত, তা নিয়ে যে বিতর্ক – সেখানে তারই খোঁজখবর নিয়েছেন বিবিসির অ্যালান জনস্টন, তাঁর প্রতিবেদন পরিবেশন করছেন শুভজ্যোতি ঘোষ।