সমৃদ্ধির আড়ালে ধনী-গরিব বৈষম্য
আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়
আগামী এক দশকের জন্য চীনের নেতৃত্ব কে দেবেন - তা ঠিক করার জন্য চীনা কমিউনিস্ট পার্টি কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছে।
চীনের অর্থনীতিতে এখন ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। গত তিন দশকে ৪০ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে, অনেকের জীবনে এসেছে অভাবনীয় উন্নতি।
কিন্তু অন্য অনেকের জীবনেই তা ঘটেনি।
যিনি চীনের নতুন নেতা হবেন - তার সামনে অন্যতম জরুরি কাজ হবে ধনী-গরিবের বৈষম্য সে দেশে যেভাবে বাড়ছে তা মোকাবিলা করা।
চীনের কুই ঝু প্রদেশে গিয়ে ধনী-দরিদ্রের জীবনযাত্রার ব্যবধান প্রত্যক্ষ করেছেন বিবিসির ড্যামিয়েন গ্রামাটিকাস। তারই প্রতিবেদনটি দেখুন বাংলায়।
BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻