BBC navigation

সংজ্ঞাহীন রুটলির বিস্ময়কর ক্ষমতা

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 15 নভেম্বর, 2012 10:32 GMT 16:32 বাংলাদেশ সময়

মেডিয়া প্লেয়ার

অচৈতন্য অবস্থায় প্রশ্নের জবাব

শুনুনmp3

আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

বিকল্প মিডিয়া প্লেয়ারে বাজান

ভেজিটেটিভ অবস্থায় স্কট রুটলি

ব্রিটেন জুড়ে মস্তিস্কে আঘাতপ্রাপ্ত কয়েক’শ রোগী রয়েছে, যারা ভেজিটেটিভ বা প্রায় সংজ্ঞাহীন অবস্থায় আছেন।

বিবিসি’র প্যানোরামা অনুষ্ঠানের পক্ষ থেকে ব্রিটেন এবং কানাডায় এ ধরণের রোগীদের প্রায় এক বছর ধরে অনুসরণ করা হয়েছে।

তাতে দেখা গেছে, এ ধরণের রোগীদের মধ্যে কিছু প্রচ্ছন্ন চেতনা কাজ করে।

কানাডায় এমন বিস্ময়কর একজন রোগী পাওয়া গেছে।

৩৯ বছর বয়স্ক স্কট রুটলি নামের সেই ব্যক্তি বোধশক্তিহীন থাকার পরও স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন।

বিবিসির স্বাস্থ্যবিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশের প্রতিবেদন পরিবেশন করেছেন কাদির কল্লোল।

Multimedia

BBC © 2014 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻