তিয়েনানমেনের একজন এখনও কারাবন্দী
তিয়েনানমেনের একজন এখনও কারাবন্দী
১৯৮৯ সালে গণতন্ত্রের দাবিতে চীনের বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ার কয়েক সপ্তাহ ধরে দখলে রেখেছিল কয়েকশো বিক্ষোভকারী। সেখানে অংশ নিয়েছিল ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু কারখানা শ্রমিক।
এরপর ঠিক এই দিনে অর্থাৎ ৪ঠা জুন চীনের নিরাপত্তা বাহিনী সেখানে হামলা চালায়। বলা হয় ওই হামলায় শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। আর গ্রেপ্তার হয় ষোলোশোর বেশি।
এদের বেশিরভাগই বিভিন্ন সময় মুক্তি পেলেও এখনও একজন ব্যক্তি কারাগারে বন্দী রয়েছেন বলে জানা যাচ্ছে। সর্বশেষ সেই কারাবন্দীর বিষয়ে জানেন এমন কয়েকজনের সাথে কথা বলেছেন বিবিসির সেলিয়া হ্যাটন ।
প্রতিবেদনটি পরিবেশন করছেন শায়লা রুখাসানা।