ইতিহাসের সাক্ষী
ইতিহাসের সাক্ষী
ছবির উৎস, Getty
বরিস পাস্তারনাক
১৯৫৮ সালে সোভিয়েত লেখক বরিস পাস্তারনাকের বিখ্যাত উপন্যাস ‘ডক্টর যিভাগো’ প্রথম প্রকাশের পরপরই হৈ চৈ ফেলে দিয়েছিল পশ্চিমা বিশ্বে, অথচ সোভিয়েত ইউনিয়নে পরবর্তী তিরিশ বছরেও এই বই আলোর মুখ দেখেনি।
কমিউনিষ্ট যুগের কঠোর নজরদারি এড়িয়ে এই বইটির পান্ডুলিপি সোভিয়েত ইউনিয়নের বাইরে পাচার করেছিলেন এক ইটালিয়ান সাংবাদিক।
সেই কাহিনী নিয়ে এবারের ইতিহাসের সাক্ষী, পরিবেশন করেছেন মোয়াজ্জেম হোসেন: