হেমিংওয়ের লগবুক থেকে মৎস্যভাণ্ডার
হেমিংওয়ের লগবুক থেকে মৎস্যভাণ্ডার
ছবির উৎস, AFP Getty
আর্নেস্ট হেমিংওয়ে
ওল্ড ম্যান এন্ড দ্য সি - বিখ্যাত এই উপন্যাসের রচয়িতা আর্নেস্ট হেমিংওয়ের দু'জন নাতি কিউবাতে লেখকের বাড়ি পরিদর্শনে গেছেন।
ওই বাড়িতে রক্ষিত আছে হেমিংওয়ের নোবেল পুরস্কার, আছে তার মাছ ধরার নৌকা আর লগবুক বা ডায়েরি।
ক্যারিবীয় দ্বীপটির এই বাড়িটিতে দীর্ঘ সময় কাটিয়েছেন হেমিংওয়ে।
এখানে থাকার সময় তিনি সমুদ্রে মাছ ধরতে যেতেন।
হেমিংওয়ের নাতিদের সাথে আছেন অ্যামেরিকার সমুদ্র বিজ্ঞানীদের একটি দল।
তারা আশা করছেন, হেমিংওয়ের লগবুক পরীক্ষা করে সেসময়কার মৎস্য ভাণ্ডার সম্পর্কে তারা একটা ধারণা পেতে পারেন।
হাভানা থেকে উইল গ্রান্টের পাঠানো প্রতিবেদন, পরিবেশন করছেন মিজানুর রহমান খান