bbc bangla
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

বাংলাদেশ জঙ্গিবাদ থেকে কতটা নিরাপদ

বাংলাদেশে একদিনে দেশজুড়ে বোমা হামলার অভূতপূর্ব ঘটনার দশ বছর পূর্তি হচ্ছে আজ।

২০০৫ সালের এই দিনে বাংলাদেশের ৬৪টি জেলার ৬৩টিতেই খুব কাছাকাছি সময়ে ৫০০ টির মত বোমা বিস্ফোরণের পর জনমনে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

হামলার টার্গেট ছিল প্রধানত সরকারি অফিস, আদালত প্রাঙ্গণ।

পরে প্রমাণিত হয়, ঐ হামলার পেছনে ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ইসলামি গোষ্ঠী -- জেএমবি।

ঘটনার পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ তৎপরতা শুরু হয়।

কিন্তু তা সত্ত্বেও দশ বছর পর বাংলাদেশ জঙ্গিবাদ থেকে কতটা নিরাপদ?

শাকিল আনোয়ার জিজ্ঞেস করেছিলেন ঢাকায় নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরকে।