body shaming
আপনার ডিভাইস মিডিয়া প্লেব্যাক সমর্থন করে না

দেহ নিয়ে অপমানে মাথা নোয়ায় না নারী

দৈহিক আকৃতির কারণে অপমান,হেনস্তার শিকার হওয়ার ঘটনা নতুন কিছু নয়।

বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে এই সামাজিক সমস্যাটি।

তবে পাকিস্তানে নারীদের প্রতি এধরণের আচরণ বন্ধে এক বিশেষ প্রচারণা চালাচ্ছেন একজন আইনজীবি।

‘বুলি প্রুফ’ নামের এই কার্যক্রমে অংশ নিয়ে একটি ভিডিও চিত্রে নিজেদের কষ্টকর অভিজ্ঞতা তুলে ধরেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী নারী।