স্থাপত্য কাঠামোর সংস্কার কি অনেক ক্ষেত্রেই বদলে দিচ্ছে বাংলাদেশের প্রত্নস্থাপনাগুলো
স্থাপত্য কাঠামোর সংস্কার কি অনেক ক্ষেত্রেই বদলে দিচ্ছে বাংলাদেশের প্রত্নস্থাপনাগুলো
যে কোন দেশ ও জাতির গৌরবময় ঐতিহ্য বহন করে সেখানকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পৃথিবীর নানাদেশের মত বাংলাদেশেও আড়াই হাজার বছরের বেশি সময় ধরে বিভিন্ন জনগোষ্ঠি ও শাসকের আমলে গড়ে ওঠে অসংখ্য নগর, মসজিদ, মন্দির, বিহার ও সমাধি সৌধ। এসবের বেশকিছু সংস্কৃতি চিহ্ন আজও টিকে আছে। তবে এগুলো সংরক্ষণে স্থাপত্য কাঠামোর সংস্কার কি অনেক ক্ষেত্রেই বদলে দিচ্ছে এই প্রত্নস্থাপনাগুলোর আদিরূপ?