অস্ট্রেলিয়ায় এক হাসপাতালের ভুলে দাহ করা হলো শিশুর মরদেহ

এক সদ্যোজাত শিশুর হাত ধরে আছে তার মা (ফাইল চিত্র)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

মৃত-প্রসূত একটি শিশুর বাবামা শিশুটিকে কবর দিতে চাইলেও তাকে দাহ করার পর ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে এক মা মৃত শিশুর জন্ম দেওয়ার পর তার বাবা মা চেয়েছিলেন শিশুটিকে কবর দিতে।

কিন্তু হাসপাতালের কর্মীরা অন্য একটি শিশুর সঙ্গে তাকে গুলিয়ে ফেলে এবং ঐ শিশুটিকে দাহ করে ফেলায় এক বড়ধরনের কেলেংকারির সৃষ্টি হয়েছে।

ঐ শিশুটি জন্মেছিল মৃত, কিন্তু অন্য শিশুটির মায়ের গর্ভপাত হয়ে গিয়েছিল, কাজেই সেটি ছিল মৃত ভ্রূণ । আর সিডনির রয়াল নর্থ শোর হাসপাতালের কর্মীরা এই দুটি শিশুকে মিশিয়ে ফেলেছিল।

ঘটনাটি ঘটে গত বছর যখন হাসপাতালের কর্মীরা দুই শিশুর পরিচয়বহনকারী ট্যাগ ভাল করে দেখতে না পেয়ে তাদের গুলিয়ে ফেলে। তাদের বক্তব্য তাদের পরিচিতি ট্যাগগুলো কম্বলের নিচে ঢাকা পড়ে গিয়েছিল।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী জিলিয়ান স্কিনার এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

''আমি তাদের জন্য বেদনা বোধ করছি এবং এরকম একটা ঘটনা ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত,'' তিনি বাজেট বরাদ্দ কমিটির এক সভায় এই মন্তব্য করেন।

বিরোধী লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে মিস স্কিনারের পদত্যাগ করা উচিত।

তবে, প্রধানমন্ত্রী মাইক বেয়ার্ড এই হাসপাতাল কেলেকারির পর স্বাস্থ্যমন্ত্রীর পাশেই দাঁড়াচ্ছেন।

''খুবই কঠিন পরিস্থিতির মধ্যে জিলিয়ান স্কিনার ভাল কাজ করছেন," বলেছেন মিঃ বেয়ার্ড।