মুম্বাইয়ে মুসলিম নারীদের ফুটবল খেলা
মুম্বাইয়ে মুসলিম নারীদের ফুটবল খেলা
মুম্বাইয়ের উপকণ্ঠে একটি এলাকায় কয়েকজন মুসলিম তরুণী একসাথে ফুটবল খেলেন।
তারা স্কুল থেকে বাইরে এসে ফুটবল খেলেন, কারণ স্কুলের ছেলেরা তাদের ফুটবল খেলতে দেবে না তারা এটা জানেন।
মেয়েরা বাইরেও খেলতে পারে না, কারণ প্রতিবেশীরাও ভাবতে পারে না যে ফুটবলে মেয়েরা অংশ নিতে পারে।
মুসলিম অধ্যুষিত এলাকা থেকে আসা বেশিরভাগ তরুণীই রক্ষণশীল পরিবারে মানুষ, অনেক বিধিনিষেধের মধ্যে তারা বেড়ে উঠেছে।
স্থানীয় একটি এনজিওর সহায়তায় রক্ষণশীল মুসলিম পরিবারের এই মেয়েরা ফুটবল খেলা শুরু করে।
খেলতে খেলতে দক্ষ হয়ে উঠছে এরা।
কারও স্বপ্ন ভবিষ্যতে ফুটবল কোচ হওয়ার।