মাদার তেরেসাকে আজ ‘সন্ত’ ঘোষণা করা হবে

ছবির উৎস, AP
ভ্যাটিকান সিটিতে মাদার তেরেসার ক্যাননাইজেশনে হাজার হাজার মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
আজ আনুষ্ঠানিকভাবে মাদার তেরেসাকে 'সন্ত' ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান সিটি। কয়েক সপ্তাহ ধরেই এর প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান।
ভ্যাটিকান সিটিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে মারা যান মাদার তেরেসা। তাঁর মৃত্যুর পর তার দুটি অলৌকিক ক্ষমতার ঘটনার কথা সামনে আসে, দুজন মৃত্যুপথযাত্রী ব্যক্তির মাদার তেরেসার নাম ধরে সুস্থ হয়ে ওঠেন।
আর এ দুটো ঘটনা মাদার তেরেসার সন্ত হওয়ার প্রক্রিয়ার এক ধাপ এগিয়ে দেয়।
ভারতের কলকাতায় মাদার তেরেসা স্থাপিত প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটিতেও অনুষ্ঠান হবে তাঁর সন্ত ঘোষণার পর।
১৯১০ সালে জন্ম গ্রহণ করেন মাদার তেরেসা, তাঁর মৃত্যু হয় ১৯৯৭ সালে।
কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির ১৯টি শাখা প্রতিষ্ঠান রয়েছে। শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন মাদার তেরেসা।
যদিও মাদার তেরেসার স্থাপিত প্রতিষ্ঠান নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, চ্যারিটি হাসপাতালগুলোতে সঠিক স্বাস্থ্যবিধি মানা হয় না। একইসাথে সমালোচকরা বলেন, মানবসেবায় একনায়কদের দেয়া অর্থ গ্রহণ করেছেন মাদার তেরেসা।
৮৭ বছর বয়সে মাদার তেরেসার মৃত্যু হয় ১৯৯৭ সালে এবং ২০০৩ সালে সন্ত হওয়ার প্রক্রিয়ার একটি ধাপ 'বিয়টিফিকেশন'-এ তাঁর নাম প্রথম প্রবেশ করে।
ছবির উৎস, Reuters
কলকাতায় মিশনারিজ অব চ্যারিটির নানরা মাদার তেরেসার ক্যননাইজেশন অনুষ্ঠানের আগে তাঁদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।
২০০২ সালে ভ্যাটিকান থেকে প্রথমবার মাদার তেরেসার অলৌকিক ক্ষমতার কথা জানানো হয়
বলা হয়, ভারতীয় এক নারীর দীর্ঘদিনের টিউমার সারাতে যখন সব চিকিৎসকই হাল ছেড়ে দিয়েছিলেন, তখন তিনি মাদার তেরেসার ছবি রেখে প্রার্থনা করতে করতে সুস্থ হয়ে ওঠেন।
আর গত বছর দ্বিতীয় অলৌকিক ঘটনা প্রকাশিত হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিলের এক বাসিন্দা জানান, ২০০৮ সালে তাঁর টিউমার সেরেছে মাদার তেরেসার জন্য। ব্রাজিলবাসী ওই রোগী অবশ্য কোনো দিন মাদারকে দেখেননি।