ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের হরতাল

ছবির উৎস, Getty Images
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে শনিবার রাতে সাড়ে দশটার দিকে
ঢিলেঢালাভাবে চলছে বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে দেশব্যাপী অর্ধদিবস হরতাল।
রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে সকাল থেকে দেখা গেছে রোজকার মতই অফিসগামী মানুষের ব্যপক উপস্থিতি।
গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ীর উপস্থিতিও দেখা গেছে পর্যাপ্ত।
তবে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।
দেশের কোথাও এখন পর্যন্ত কোনও সহিংসতা বা সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি।
শনিবার জামায়াতে ইসলামী তাদের দলীয় ওয়েব সাইটের মাধ্যমে সোমবার দেশব্যাপী সকাল ছ'টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।