চীনা শিশুদের ইংরেজি নাম দিয়ে বিপুল আয়

ছবির উৎস, বিবিসি
বো জেসাপ
চীনা শিশুদের ইংরেজি নাম দেয়ার ওয়েবসাইট বানিয়ে ৪৮,০০০ পাউন্ড আয় করেছে ১৬-বছর বয়সী এক ব্রিটিশ কিশোরী।
বো জেসাপ নামে এই কলেজ ছাত্রী ইংল্যান্ডের গ্লস্টারশায়ার কাউন্টিতে থাকে।
পরিবারের সাথে চীনে বেড়াতে গিয়ে তার মাথায় এই ব্যবসার বুদ্ধি আসে।
তার ওয়েবসাইটটির নাম 'স্পোশাল নেম্স'।
মানুষের ব্যক্তিত্বের ১২টি শুভ দিক মিলিয়ে এই ওয়েবসাইটের নামগুলো ঠিক করা হয়েছে।
আরো দেখুন:
রেস্টুরেন্টে খেতে গিয়ে এক চীনা দম্পতি বো জেসাপকে অনুরোধ করেছিল তাদের নবজাত শিশুর জন্য একটি সুন্দর ইংরেজি নাম ঠিক করে দিতে।
উচ্চ শিক্ষা কিংবা বাণিজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক চীনা মা-বাবাই তাদের সন্তানের জন্য চীনা নামের পাশাপাশি একটি ইংরেজি নাম নির্বাচন করে থাকেন।
চীনা শিশুদের নাম রাখার ওয়েবসাইট 'স্পোশাল নেম্স'।
চীনা শিশুদের নাম ঠিক করা হয় প্রকৃতি থেকে। বো তার ওয়েবসাইটে এমন একটি উপায় বের করেছিল যেখানে চীনা নামের সাথে ইংরেজি নামের যেন একটা মিল থাকে।
ওয়েবসাইটের ইউজাররা ছেলে বা মেয়ে শিশুর তিনটি নামের জন্য ব্রিটিশ অর্থমূল্যে ৮০ পেন্স দাম দিয়ে থাকে।
এরপর ঐ তিনটি নাম তারা চীনে সামাজিক যোগযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম উইচ্যাটে শেয়ার করতে পারে, যাতে আত্মীয়স্বজনেরা নির্বাচিত নামের ব্যাপারে তাদের মতামত জানাতে পারে।
এই ওয়েবসাইট থেকে এপর্যন্ত ২০০০০০ শিশুর নাম ঠিক করা হয়েছে।
বো বলছে, শিশুর নামকরণের মত শুভ উদ্যোগ ও আনন্দের মুহূর্তের সাথে জড়িত হতে পেরে সে খুবই খুশি।