বাংলাদেশের ঢাকায় কোটি টাকার জাল নোট উদ্ধার, আটক ৫
বাংলাদেশের রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।

বাংলাদেশী টাকা
র্যাব কর্মকর্তারা বলছেন ঢাকার জুরাইন ও বনশ্রী এলাকা থেকে জালনোটের সাথে জড়িত থাকার অভিযোগে তারা পাঁচজনকে আটক করেছেন।
আটককৃতদের মধ্যে একজনকে সাবেক ব্যাংক কর্মী বলা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ ব্যাংক জাল নোটের প্রচলন বন্ধে নানরকম ব্যবস্থা নিলেও ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বলে পুলিশ ধারণা করছে।
বাংলাদেশে কুরবানি ঈদের আগে প্রতিবছর এমন জালনোট উদ্ধারের তৎপরতা দেখা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই রাজধানিতে কুরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ পরিবহনে বিশেষ মানি স্কট সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?