মিস জাপান সুন্দরী হলেন আধা ভারতীয় প্রিয়াংকা

ছবির উৎস, Getty Images
মিস জাপান সুন্দরী প্রতিযোগিতায় জয়ী প্রিয়াংকা ইয়োশিকাওয়া
পর পর দ্বিতীয় বারের মতো মিস জাপান সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মিশ্র বর্ণের এক তরুণী। এবারের মিস জাপান শিরোপা জয়ী প্রিয়াংকা ইয়োশিকাওয়া আধা ভারতীয়।
২২ বছর বয়সী প্রিয়াংকার জন্ম জাপানে। তাঁর বাবা ভারতীয়, মা জাপানি।
প্রিয়াংকা ইয়োশিকাওয়া অ্যামেচার কিক বক্সার, একই সঙ্গে তাঁর আছে হাতি প্রশিক্ষণ দেয়ার লাইসেন্স।
গত বছরও জাপানের সুন্দরী প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন এক মিশ্র বর্ণের তরুণী। আরিয়ানা মিয়ামোটোকে অবশ্য এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অনেক বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল।
কেবলমাত্র বিশুদ্ধ জাপানিদেরই এই প্রতিযোগিতার শিরোপা দেয়া উচিৎ বলে মন্তব্য করেন অনেকে।
ছবির উৎস, Getty Images
গেলবারের মিস জাপান আরিয়ানা মিয়ামোটো ছিলেন প্রথম মিশ্র বর্ণের জাপান সুন্দরী। তাকে অনেক বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হয়।
তবে এবারের বিজয়ী প্রিয়াংকা ইয়োশিকাওয়া বলেন, তার বাবা যে ভারতীয় সেটি নিয়ে তিনি গর্বিত। "কিন্তু তার মানে এই নয় যে আমি জাপানি নই।"
প্রিয়াংকা তার বিজয়ের জন্য গতবারের বিজয়ী মিস মিয়ামোটোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মিশ্র বর্ণের কেউ যে এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন, সেটার পথিকৃত আরিয়ানা মিয়ামোটো।
ছবির উৎস, Getty Images
প্রিয়াংকা ইয়োশিকাওয়া
উল্লেখ্য কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত নিনা ডাভুলুরি মিস আমেরিকা প্রতিযোগিতায় জয়ী হন। তখন তাঁকেও টুইটারে বর্ণবিদ্বেষী মন্তব্যের মুখে পড়তে হয়।
টুইটারে কেউ কেউ তাকে 'আরব' বলে বর্ণনা করেন। কেউ কেউ সন্ত্রাসী ইত্যাদি বলে গালাগালি করেন।
তবে ভারতীয়রা এবার সোশ্যাল মিডিয়ায় একই রকম পরিস্থিতিতে প্রিয়াংকার সমর্থনে এগিয়ে এসেছেন।
একজন মন্তব্য করেছেন, " গৌতম বু্দ্ধের পর এই প্রথম একজন ভারতীয় জাপানে বড় কিছু করে দেখালো।"
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: বাক স্বাধীনতা, জিয়ার খেতাব আর ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় হবার পর, অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশে মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতার ক্ষেত্র শক্তিশালী হবে?