পান্ডা বাঁচানোর উদ্যোগ

পান্ডা বাঁচানোর উদ্যোগ

জায়ান্ট পান্ডা এতদিন বিপন্ন প্রাণীর তালিকায় থাকলেও এবার তারা সেই তালিকায় আর নেই।

সংরক্ষণবাদীরা বলছেন, জায়ান্ট পান্ডার সংখ্যা বাড়ায় তা এখন 'বিপন্ন প্রাণী'র বদলে 'অরক্ষিত পর্যায়ের প্রাণী'তে উন্নীত হয়েছে।

আর এর কারণ হচ্ছে চীন কয়েক দশকের চেষ্টায় জায়ান্ট পান্ডার সংখ্যা বৃদ্ধি করেছে, কিন্তু কিভাবে তারা এটি করলো?

জায়ান্ট পান্ডার প্রধান খাদ্য বাঁশ, আর এ কারণে চীন গত কয়েক বছর ধরে বাঁশবন তৈরি করেছে যেন এই পান্ডা বেঁচে থাকে, বেড়ে ওঠে।

তবে এখন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় প্রাইমেট ইস্টার্ন গরিলা এখন বিলুপ্ত হবার পথে।