যে অগ্নিকাণ্ড লন্ডনকে নতুন রূপে তৈরি করেছে
যে অগ্নিকাণ্ড লন্ডনকে নতুন রূপে তৈরি করেছে
১৬৬৬ সালে লন্ডনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা চারদিন পর নেভানো সম্ভব হয়েছিল, সে সময় শহরের বেশিরভাগ এলাকাই ধ্বংস হয়ে যায়।
লন্ডনের সেই আগুনের ঘটনাই আবারও বলা হয়েছে তবে সেটা ভিন্নভাবে, ছোট পরিসরে।
সপ্তদশ শতকের সেই ঘটনা একটি কাঠের প্রতিরূপ করে লন্ডনের টেমস নদীর ওপরে জ্বালানো হয়েছে।
লন্ডনে সপ্তদশ শতকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তাতে ১৩ হাজারেরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
শহরটিকে আরও বড় পরিসরে পুনর্গঠন করার পথও উন্মুক্ত করে দেয় সেই অগ্নিকাণ্ডের ঘটনা।
ওই ঘটনার পর থেকে লন্ডনে দালান তৈরিতে পাথর ব্যবহার আরও বেশি বেড়ে যায়।
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই লন্ডনে ফায়ার সার্ভিস ব্যবস্থা সুসংগঠিত হয়েছে ও ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে।