অভিযানে এক 'জঙ্গি' নিহত। আহত নারী 'জঙ্গিও'

পুলিশি অভিযানের ছবি, ফাইল ফটো
বাংলাদেশে পুলিশ বলছে, রাজধানীর আজিমপুর এলাকায় জঙ্গি বিরোধী অভিযানে একজন জঙ্গি নিহত হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাতে গেলে, জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করে।
তখন তারাও আক্রমণকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
এসময় পুলিশের সাথে গোলাগুলিতে সন্দেহভাজন তিনজন নারী জঙ্গিও আহত হয়েছে।
নিহতের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
শনিবার রাতে দু'ঘণ্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়।
বিবিসি বাংলাকে ঘটনাস্থল থেকে এই তথ্য জানিয়েছেন লালবাগ জোনের কর্মকর্তা ইব্রাহীম খান।
গোলাগুলিতে ৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।
পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে জানান, পিলখানায় বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির সদর দপ্তরের এক নম্বর গেটের কাছাকাছি একটি বাড়িতে রাত পৌনে আটটার দিকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজমের ইউনিট।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
এর আগে ঢাকার কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে ৯জন, মিরপুরে একজন এবং নারায়ণগঞ্জে তিনজন জঙ্গি নিহত হয়।