টঙ্গীর কারখানা মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, উদ্ধারকাজে সেনাবাহিনী

ছবির উৎস, Getty Images
শনিবার ভোরে বিস্ফোরণের পর আগুন লাগে কারখানায়, এ পর্যন্ত ৩১টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস
বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে টঙ্গীর যে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর এ নিয়ে মোট ৩১ টি মৃতদেহ উদ্ধার করা হলো।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বিবিসিকে জানিয়েছেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক ও তার স্ত্রীসহ আটজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বিস্ফোরণে নিহত একজন শ্রমিকের বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
তবে মামলার অভিযোগে কি বলা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ওদিকে সোমবার সকাল থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন করে যেনো আগুন না লাগতে পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
প্রধান খবর
চিঠিপত্র ও মতামত
এডিটার'স মেইলবক্স: ট্রাম্প, বাইডেন আর ভারতীয় ভ্যাক্সিন নিয়ে প্রশ্ন
বলতে গেলে, পুরো সপ্তাহ বিশ্বের চোখ ছিল আমেরিকার দিকে, যেখানে সাম্প্রতিক কালের সব চেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেছেন।